স্টাফ রিপোর্টার: বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন যে একটা টি-টোয়েন্টি ম্যাচের চেয়ে কম আকর্ষণীয় হয় না, তা আবার প্রমাণিত হয়ে গেল শনিবার। নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে বেসরকারি বোর্ড বৈঠকে আপাতত সম্ভাব্য বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে যার নাম উঠে এল, তাঁর নাম কেউ এতদিন ধর্তব্যের মধ্যেই রাখেনি। তিনি মিঠুন মানহাস। ভারতের হয়ে যিনি একটা ম্যাচও খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রচুর রনজি ম্যাচ খেলেছেন। দিল্লির অধিনায়কত্বও করেছেন। আর বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নতির সঙ্গে যুক্ত।
তবে মিঠুনের নামটা পাশে সম্ভাব্য শব্দটা লিখতে হচ্ছে কারণ দিন শেষে এটা বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন। মনোনয়ন জমার আগে এখনও কিছুটা সময় আছে। নাটকীয় কিছু ঘটবে না, কে বলতে পারে। রঘুরাম ভাট এক সময়ে প্রেসিডেন্টের প্রবল দাবিদার ছিলেন। কিন্তু এখন তিনি সম্ভবত কোষাধ্যক্ষের পদ পাচ্ছেন। রাজীব শুক্লা হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেই থাকবেন। প্রভতেজ ভাটিয়া সম্ভবত যুগ্ম সচিব। আইপিএল প্রধান হয়তো অরুণ ধুমালই থাকছেন। কিন্তু আবারও লেখা যাক, সব নামই সম্ভাব্য।
একটা সময় শোনা যাচ্ছিল, বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে প্রবলভাবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী হরভজন সিংয়ের নামও ভেসে আসছিল কোনও কোনও মহল থেকে। তবে আপাতত বলে দেওয়া যায়, সব ঠিক থাকলে বোর্ড সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস। অনেকে বলছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংয়ের মতো ভুবনবিখ্যাত নাম থাকা সত্ত্বেও মিঠুনকে বোর্ড প্রেসিডেন্ট করার ভাবনা আসে কী করে! অবশ্য এর নেপথ্যে হয়তো গভীর রাজনীতি আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.