সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের কারণে ওভালে পঞ্চম টেস্টে খেলেননি জশপ্রীত বুমরাহ। অতীতেও বহুবার চোট সমস্যায় জেরবার হয়েছেন এই তারকা পেসার। গোটা বছর চোটের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। বারবার কেন তিনি চোট পান বুমরাহ? জানিয়েছেন প্রাক্তন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। একই সঙ্গে বুমরাহকে একবছর মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, এক্ষেত্রে তিনি কি ঘুরিয়ে দোষ আইপিএলকেও? কারণ, আইপিএল খেলেই বুমরাহকে যেতে হয়েছিল ইংল্যান্ডে।
ম্যাকগ্রার মতে, বোলিং অ্যাকশনের কারণে বারবার চোট পান বুমরাহ। তিনি বলেন, “ওর বোলিং অ্যাকশন অন্যদের থেকে আলাদা। আস্তে দৌড়ায়। শেষের দিকে গতি বাড়ায়। এই সময় হাতের ধরনও অন্য রকম থাকে। এমন অ্যাকশনের কারণেই ওর শরীরের উপর, বিশেষ করে কোমরে বেশি চাপ পড়ে। তাই কোমরের চোটে ও বারবার কাবু হয়।”
এই পরিস্থিতিতে একটা গোটা মরশুম বুমরাহকে ক্রিকেটের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। তাঁর সংযোজন, “একজন ফাস্ট বোলারের জন্য অফ সিজন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনও বিরতি না নিয়ে খেলতে থাকেন, তাহলে এমন ঘটবেই। এখন বছরে অনেক বেশি ক্রিকেট খেলতে হয়। বিশ্রামের সময় তো সেভাবে পাওয়াই যায় না। সেই কারণেই চোট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ওর উচিত একটা গোটা মরশুম বাইরে থাকা। এতে পরের মরশুমে তরতাজা হয়ে ফিরতে পারবে। বুমরাহর মতো তিন ফরম্যাটে যারা খেলে, তাদের জন্য বিশ্রামের প্রয়োজন।” প্রায় আড়াই মাস ধরে চলে আইপিএল। সেখানে একাধিক ম্যাচে খেলতে হয় ক্রিকেটারদের। কোটিপতি এই লিগে খেলে ন্যূনতম বিশ্রাম না নিয়েই বুমরাহর মতো বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটে নেমে পড়তে হয়। এক্ষেত্রে ওয়ার্কলোডের সমস্যা হতেই পারে। সেই কারণে অনেকেই ম্যাকগ্রার এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।
ওভাল টেস্টে জশপ্রীত বুমরাহকে বাদ দিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। এই নিয়ে অনেক প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে বিষয়টা শুধু আর টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এমনকী এশিয়া কাপেও তাঁকে খেলানো হবে কি না, সেই নিয়েও সংশয় দেখা দিচ্ছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ বুমরাহ যদি দুটি ইভেন্টেই খেলেন, তাহলে যে ওয়ার্কলোড নিয়ে এত কথা, সেখানে বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ। সেখানেই প্রশ্ন। বুমরাহকে এশিয়া কাপে খেলানো হবে নাকি টেস্ট সিরিজে? কারণ এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। এই দুটো টেস্ট সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে ভারত। এই পরিস্থিতিতে বুমরাহকে পরামর্শ দিলেন ম্যাকগ্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.