Advertisement
Advertisement
RCB

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, হুডখোলা বাসে বিজয়যাত্রা, আইপিএলজয়ীদের নিয়ে উৎসব বেঙ্গালুরুতে

বিধান সৌধ থেকে চিন্নাস্বামী পর্যন্ত শোভাযাত্রা করবে আরসিবি।

Massive celebration at Bengaluru for IPL 2025 champion RCB
Published by: Anwesha Adhikary
  • Posted:June 4, 2025 11:43 am
  • Updated:June 4, 2025 11:43 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছর পরে অবশেষে ট্রফি জিতেছে আরসিবি। সেই সাফল্যে কর্নাটকজুড়ে উৎসবের আবহ। সূত্রের খবর, বুধবার কর্নাটকে ফিরবে আইপিএল চ্যাম্পিয়নরা। তারপর বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা। স্টেডিয়ামেও বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে আরসিবির জন্য।

Advertisement

চ্যাম্পিয়ন হলে ‘আরসিবি ভক্তদের উৎসবে’র দিন ঘোষণা করা হোক, এই মর্মে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে আগেই চিঠি লিখেছিল ভক্তকুল। যা অনেকটা কর্নাটক রাজ্যোৎসবের সমান। চিঠিতে ওই ভক্ত কর্নাটক সরকারকে লিখেছিলেন, একদিনের ছুটি ঘোষণা করা হোক। যেটা প্রত্যেক বছর পালন করা হবে। তবে ছুটি ঘোষণা নিয়ে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কন্নড় ভাষায় দীর্ঘ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তাঁর কথায়, ‘বিরাট কোহলির ১৮ বছরের আনুগত্য, অধ্যবসায়ের প্রমাণ আরসিবির জয়। আজকের দিনটা ইতিহাসের।’

তবে ছুটি ঘোষণা না হলেও আরসিবির জন্য বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে কর্নাটকে। জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ হ্যাল বিমানবন্দরে নামবেন রজত পাতিদাররা। সেখান থেকে বিকেল চারটে নাগাদ তাঁরা পৌঁছবেন কর্নাটকের বিধান সৌধে। চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেখানে সাক্ষাৎ করবেন সিদ্দারামাইয়া। সম্মান জানানো হবে গোটা দলকে। বিকেল পাঁচটা পর্যন্ত সম্ভবত বিধান সৌধে থাকবেন বিরাটরা।

সেখান থেকে চিন্নাস্বামীর দিকে রওনা দেবেন আইপিএল চ্যাম্পিয়নরা। ট্রফি নিয়ে হুডখোলা বাসে চেপে যাবেন বিরাটরা। চ্যাম্পিয়নদের দেখতে ভিড় জমাবেন অসংখ্য ভক্ত, সেকথা বলাই বাহুল্য। স্টেডিয়ামে পৌঁছনোর পরেও নতুন করে ভিকট্রি সেলিব্রেশন করবেন আরসিবি তারকারা। ট্রাফিক সামলাতে ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের জন্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ