Advertisement
Advertisement
Asia Cup

‘খেলার চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি’, ভারত-পাক ম্যাচ দেখতে চান না মনোজ তিওয়ারি

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আর কী বলেছেন প্রাক্তন ক্রিকেটার?

Manoj Tiwari doesn't want to watch India-Pakistan match in Asia Cup
Published by: Prasenjit Dutta
  • Posted:August 23, 2025 2:18 pm
  • Updated:August 23, 2025 2:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে রয়েছে মেগা ম্যাচ। মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলার পর থেকেই দেশবাসীর দাবি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় ভারতের। কিন্তু বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা বন্ধ করেনি ক্রীড়ামন্ত্রক। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেটার এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ দেখতে চান না।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই’কে মনোজ বলেন, “এই ম্যাচটি হতে চলেছে দেখে অবাক। পহেলগাঁও হামলায় বহু নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। তারপরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। অনেক কথা হচ্ছিল যে এবার আমরা উপযুক্ত জবাব দেব। কিন্তু কয়েক মাস পর কি সবকিছু ভুলে গিয়েছে? এই ম্যাচটি যে হবে, সেটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”

প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, “পাকিস্তানের সঙ্গে খেলে কী অর্জন হবে? একজন মানুষের জীবনের মূল্য খেলাধুলার চেয়েও বেশি হওয়া উচিত। এই ম্যাচ আমি দেখব না। এই ম্যাচ দেখার কোনও প্রশ্নই ওঠে না।” উল্লেখ্য, আগামী সপ্তাহে ভারতে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টের জন্য পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বসে পাকিস্তানই। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ভারতে দল পাঠাতে পারছে না। নিরাপত্তাজনিত কারণেই পাক দল ভারতে আসছে না বলেই জানানো হয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাক ক্রীড়াবিদদের ভারতে আসার পথ পাকাপাকিভাবে বন্ধ করে দেয় ক্রীড়ামন্ত্রক।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করুক মেন ইন ব্লু, এমন দাবিতে সুর চড়িয়েছেন আমজনতা থেকে সেলেব্রিটি অনেকেই। যদিও গত বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রক সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি ভারত সার্বিকভাবে যে মনোভাব পোষণ করে, খেলার ক্ষেত্রেও সেটাই করা হবে। পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানে গিয়ে ভারতের কোনও দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। পাক ক্রীড়াবিদদেরও দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই আবহে উঠে এল মনোজ তিওয়ারির মন্তব্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ