সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ধাক্কা ইংল্যান্ডের। ছিটকে গেলেন দলের একমাত্র ‘ফ্রন্টলাইন’ স্পিনার শোয়েব বশির। লর্ডসে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান বশির। তাঁর আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেই নিয়েই অবশ্য বল করেছেন তিনি। কিন্তু পরের দুই ম্যাচে বশির খেলতে পারবেন না।
এমনিতে চলতি সিরিজে বল হাতে আহামরি কিছু করেননি বশির। তবে একদিকে সাশ্রয়ী বোলিং এবং গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিয়ে ইংরেজদের জয়ে ভূমিকা রেখেছেন। যেভাবে তিনি দীর্ঘক্ষণ টানা বল করে গিয়েছেন, সেটা কাজে লেগেছে ইংরেজদের। লর্ডসে বশিরের বলেই আউট হন ভারতের শেষ ব্যাটার সিরাজ। কিন্তু শেষ দুই ম্যাচে তাঁকে পাবেন না বেন স্টোকস। এই সপ্তাহের শেষেই তাঁর আঙুলে অস্ত্রোপচার করা হবে।
মঙ্গলবারই চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বশিরের পরিবর্তে দলে ঢুকেছেন লিয়াম ডসন। বশিরের পরিবর্তে ডসন প্রথম একাদশে থাকলে ইংল্যান্ডে ব্যাটিং শক্তিও বৃদ্ধি পাবে। তিনি ব্যাটিংটাও ভালো করেন। এছাড়াও চোট থেকে সুস্থ হয়ে ওঠা পেসার গাস অ্যাটকিনসনকে ফেরাচ্ছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে আর্চারের সঙ্গে অ্যাটকিনসনকেও খেলাতে পারেন বেন স্টোকসেরা। সেটা হল ইংরেজ পেস বিভাগের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল:
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম ডসন, জেকব বেথেল, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টাং, ক্রিস ওকস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.