সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীরের পর কে নেবে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব? জানুয়ারিতে আইপিএল নিলাম শেষ হওয়ার পর থেকেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আলোচনায় উঠে এসেছিল বিদেশি ক্রিকেটারদের নামও। রবিবার অবশেষে সব জল্পনার অবসান ঘটল। এবার কেকেআর-এর নেতার ভূমিকায় দেখা যাবে দীনেশ কার্তিককে।
নেতার দায়িত্ব কাঁধে সাত বছরে দলকে দু’বার (২০১২ ও ২০১৪ সালে) আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। ১২২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৯টি ম্যাচ জিতিয়েছিলেন। কলকাতাই হয়ে উঠেছিল তাঁর সেকেন্ড হোম। কিন্তু সেই গম্ভীর আসন্ন মরশুমে কেকেআর দলেই নেই। শেষ আইপিএল-টা দিল্লির জার্সি গায়েই খেলবেন তিনি। আর তাঁর উত্তরসূরি হিসেবেই কিং খানের দলের নয়া অধিনায়ক হলেন কার্তিক। সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রেন্ডন ম্যাকালাম এবং গম্ভীরের পর কার্তিককে চতুর্থ নেতা হিসেবে পেল কেকেআর। চলতি বছর নিলামে ৭.৪ কোটি টাকার বিনিময়ে নাইটদের দলে খেলবেন কার্তিক। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যান আইপিএল-এ এখনও ১৫২টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৯০৩। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৬ রান এবং ১৪টি অর্ধ-শতরান রয়েছে। যাঁর স্ট্রাইক রেট ১২৫.৯৪। তাই অভিজ্ঞতার বিচারে কার্তিককেই দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
Drumrolls!
Experienced wicket-keeper batsman, will lead the men in Purple and Gold for VIVO 2018.— KolkataKnightRiders (@KKRiders)
কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর জানান, আসন্ন মরশুমে সুনীল নারিন, আন্দ্রে রাসেলকে রেখে দেওয়া হয়েছে। অধিনায়কের দৌড়ে উঠে এসেছিল বিনয় কুমার, নারিন, রাসেল, কার্তিক-সহ পাঁচজনের নাম। এছাড়া নাইট নেতা নির্বাচনে ফ্যানদেরও আহ্বান জানানো হয়েছিল। যেখানে কার্তিক, রবিন উথাপ্পা ও ক্রিস লিন সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। শেষমেশ কার্তিকের ভাগ্যেই শিকে ছিঁড়ল। কার্তিক তাঁর দলে পাচ্ছেন উথাপ্পা, পীযূষ চাওলা, কুলদীপ যাদবের মতো তারকাদের। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন কার্তিক। এবার নাইট জার্সি গায়ে নয়া চ্যালেঞ্জ তাঁর সামনে। তাঁর হাত ধরে ফের তিলোত্তমায় আইপিএল ট্রফি আসে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
Here’s a message for all from our Captain,
— KolkataKnightRiders (@KKRiders)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.