সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে ছিলেন। পাঁচশোর বেশি রান করেছিলেন। এবার দেশে ফিরেও স্বপ্নের ফর্ম ধরে রাখলেন কে এল রাহুল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ওপেনার। মধ্যাহ্নভোজের বিরতির আগেই শতরান পূরণ করলেন তিনি। অন্যদিকে হাফসেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক শুভমান গিলও।
চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছিলেন। আইপিএলেও নতুন দলে অনবদ্য ব্যাটিং করেন। তারপর ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্টে ৫৩২ রান করেন কর্নাটকি ব্যাটার। ২০০৩ সালের পর এই প্রথম কোনও ওপেনার ইংল্যান্ড সফরে গিয়ে এত রান করেছেন। তবে আইপিএলে ভালো খেললেও এশিয়া কাপের দলে রাহুলের সুযোগ হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে থেকেই অবশ্য রাহুলের ফর্ম ভালো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন। তাঁর চোট সংশয়ে রেখেছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মাঠে নেমে ১৭৬ রানের অনবদ্য ইনিংস আসে রাহুলের ব্যাট থেকে। সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন তিনি। ১৯০ বলে সেঞ্চুরি হাঁকান তারকা ব্যাটার। ১২টি বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন রাহুল। শতরান পূরণ করে মুখে আঙুল দিয়ে বিশেষ সেলিব্রেশনে মেতে ওঠেন। সম্ভবত নিজের শিশুকন্যাকে উৎসর্গ করে এই সেলিব্রেশন।
অন্যদিকে, মধ্যাহ্নভোজের বিরতির আগেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান টপকে গিয়েছে ভারত। ১২১ রানে দুই উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন যশস্বী জয়সওয়ালরা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন গিল। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে ২১৮ রান। ৫৬ রানের লিড রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.