Advertisement
Advertisement
Andre Russell

নাইটরা প্লে অফে উঠলে অনিশ্চিত রাসেল! কিন্তু কেন? তুঙ্গে জল্পনা

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন শ্রেয়স আইয়াররা।

KKR player Andre Russell might miss IPL playoff due to West Indies match

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 11, 2024 3:37 pm
  • Updated:May 11, 2024 3:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল সল্টের পর এবার ক্যারিবিয়ান তারকা। কেকেআর প্লে অফে উঠলে না খেলার সম্ভাবনা তৈরি হল নাইটদের (Kolkata Knight Riders) অন্যতম সেরা অস্ত্রের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি জাতীয় দলের ডাকে সাড়া দিলে প্লে অফে সমস্যায় পড়বে গম্ভীর বাহিনী।

Advertisement

এই মুহূর্তে লিগ টেবিলে প্রথম স্থানে রয়েছে কলকাতা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন শ্রেয়স আইয়াররা। শনিবার ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে তাঁদের। কিন্তু সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে নাইটরা। কারণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য উড়ে যেতে পারেন আন্দ্রে রাসেল (Andre Russell)।

[আরও পড়ুন: মুম্বইয়ের জার্সিতে আজই ইডেনে শেষবার‌ রোহিত? ভক্তকে দিলেন স্পেশাল প্রতিশ্রুতি!]

২১ মে থেকে শুরু হচ্ছে প্লে অফের লড়াই। ফাইনাল ২৬ মে। কিন্তু ২৩ মে থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ শেষ হচ্ছে আইপিএল ফাইনালের দিন। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। রাসেল বিশ্বকাপের দলেও আছেন। প্লে অফে উঠলে ক্লাসেনকে নিয়েও একই সমস্যায় পড়বে হায়দরাবাদ।

উল্লেখ্য, ইতিমধ্যেই ওপেনার ফিল সল্টকে নিয়ে বিপাকে পড়েছে নাইটরা। বিশ্বকাপের আগে ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে। সেই সিরিজে তাঁরাই খেলবেন যাঁরা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। যদিও দুই দেশের বোর্ড এই নিয়ে সমাধানসূত্র খুঁজছে। এবার রাসেলকে নিয়েও তৈরি হল নতুন জটিলতা। শেষ পর্যন্ত তিনি আইপিএলে খেলেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবেন নাইট ভক্তরা।

[আরও পড়ুন: ‘হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না’, গম্ভীরের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নাইট ভক্তদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ