Advertisement
Advertisement
KKR

ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ এবার কেকেআরে, দেখা যাবে কোন ভূমিকায়?

একাধিক দেশকে কোচিং করিয়েছেন ক্যারিবিয়ান তারকা।

KKR appoints Ottis Gibson as assistant coach

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 8, 2025 10:22 pm
  • Updated:March 8, 2025 10:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিল তাঁর কোচিং। সেই অটিস গিবসন এবার যোগ দিচ্ছেন কেকেআরে। সহকারী কোচ হিসাবে নাইটদের ড্রেসিংরুমে থাকবেন তিনি। চার বছর জাতীয় দলের হয়েও খেলেছেন। কেবল নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজ নয়, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মতো দলকেও কোচিং করিয়েছেন গিবসন।

Advertisement

চলতি মাসের শেষেই শুরু হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচে আরসিবির মুখোমুখি হবে অজিঙ্ক রাহানের দল। তার আগে শনিবার গোটা স্কোয়াডের নাম ঘোষণা করল কেকেআর ম্যানেজমেন্ট। সেখানেই দেখা যাচ্ছে, সহকারী কোচ হিসাবে রাখা হয়েছে গিবসনের নাম। হেড কোচ হিসাবে কেকেআর স্কোয়াডে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। বোলিং কোচ ভরত অরুণ। এবার কেকেআর কোচিং টিমে যোগ দিলেন প্রাক্তন ক্যারিবিয় পেসার।

১৯৯৫ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেন গিবসন। চার বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫০ উইকেট পেয়েছেন তিনি। তবে সাফল্য পেয়েছেন কোচ হিসাবে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ হন গিবসন। ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। তারপর ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি। তার মাঝে দুই দফায় ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। কোচিং করিয়েছেন বাংলাদেশকেও।

উল্লেখ্য, আইপিএল মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা। অনেকেই ভেবেছিলেন, হয়তো এবার কেকেআর ক্যাপ্টেন করা হবে তাঁকে। একাধিকবার নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে মুখে খুলেছেন ভেঙ্কি। তবে শেষ পর্যন্ত নাইটদের অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার। দলের শক্তি আরও বাড়াতে বিশ্বজয়ী হেডস্যরকে সহকারী কোচ করল কেকেআর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ