কোহলি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”টি-টোয়েন্টির প্রচারে শুধু আমার নাম ব্যবহার করা হয়।”
যদিও অভিমান নিয়ে সেদিন কথাগুলো বলতে শোনা গিয়েছিল কোহলিকে। বিরাট কোহলি কিন্তু সত্যি সত্যি ছড়িয়ে পড়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। যে প্রান্তে ক্রিকেট খুব একটা সমাদৃত নয়, সেখানেও কোহলি পৌঁছে গিয়েছেন। পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত এক গ্রামের খুদে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোহলি। এমনই বিরাট মায়া তাঁর। তাই এক ভ্লগার যখন খুদে ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চান, তাদের আদর্শ কে, তখন সমস্বরে তারা বিরাট কোহলির নাম উচ্চারণ করেন।
সংশ্লিষ্ট ভ্লগারের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কোহলির নাম মাহাত্ম্য এমনই যে অলিম্পিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। ব্যাট হাতে কোহলি একের পর এক রেকর্ড গড়েছেন। ভারতে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশাল মিডিয়ায় উত্তোর তাঁর অনুগামীর সংখ্যা আকাশছোঁয়া। এই বিপুল অনুগামী সংখ্যা বলে দিচ্ছে গ্লোবাল আইকন হিসেবে কোহলি সমাদৃত।
A Small Village in Papua New Guinea…. Kohli’s Influence is Unmatchable 🐐
— Gaurav (@Melbourne__82)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.