Advertisement
Advertisement
Karun Nair

‘প্রিয় ক্রিকেটে’র থেকে আরেকটা সুযোগ পেলেন করুণ, শিকে ছেঁড়ার অপেক্ষায় বাংলার অভিমন্যু

প্রায় ৩০০০ দিন পর ফের জাতীয় দলে ডাক পেলেন করুণ।

Karun Nair and Abhimanyu Easwaran selected for India cricket team for England Test tour
Published by: Arpan Das
  • Posted:May 24, 2025 4:37 pm
  • Updated:May 24, 2025 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রিয় ক্রিকেট, আমাকে আরেকটা সুযোগ দাও’। এক্স হ্যান্ডলে লিখেছিলেন করুণ নায়ার। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। অবশেষে, ‘প্রিয়’ ক্রিকেট তাঁকে আরেকটা ‘সুযোগ’ দিল। আট বছর পর ডাক পেলেন ভারতীয় টেস্ট দলে। ইংল্যান্ড সফরে কি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তিনি? সবুরে মেওয়া ফলার অপেক্ষায় বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণও।

Advertisement

গত মরশুমে ঘরোয়া ক্রিকেট করুণের প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে। রনজিতে দল বদলে এসেছেন বিদর্ভে। যারা রনজি চ্যাম্পিয়নও হয়েছে। ফাইনালে করুণ করেছিলেন ৮৬ রান। বিজয় হাজারে ট্রফিতে নয়া নজির গড়েছেন ৩৩ বছরের করুণ। ৬টি ম্যাচে তাঁর পরিসংখ্যান অনেকটা এরকম- ১১২*, ৪৪, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*। অপরাজিত থাকায় গড় ৬৬৪! স্বয়ং শচীন তেণ্ডুলকর করুণের প্রশংসা করেছিলেন।

তিনি শেষ টেস্টটি খেলেছিলেন ২০১৭ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ ৮ বছর ২ মাস, মানে প্রায় ৩০০০ দিন পর ফের জাতীয় দলে ডাক পেলেন করুণ। তার আগে ২০১৬ সালে এক ইনিংসে করেছিলেন ৩০৩ রান। ঘটনাচক্রে সেটাও ছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু তারপরও বাদ পড়তে হয়েছে।

কয়েনের ঠিক একই পিঠে আছেন অভিমন্যু ঈশ্বরণ। তবে তাঁর নামের পাশে এরকম রেকর্ড নেই। জাতীয় দলের হয়ে অভিষেকই হয়নি বাংলার হয়ে খেলা ব্যাটারের। কিন্তু হাল ছাড়েননি। মাটি কামড়ে পড়ে থেকেছেন। রনজিতে রান করেছেন। ছিলেন অস্ট্রেলিয়ায় ভারতের ‘এ’ দলেও। এবার ইংল্যান্ড সফরের ভারতের ‘এ’ দলের অধিনায়কও হয়েছেন। এবার জাতীয় দলেও ডাক পেলেন ২৯ বছর বয়সি ব্যাটার। শেষ পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পেলে পা গলাতে হবে রোহিত শর্মার জুতোতে। সেটাও কিন্তু কঠিন পরীক্ষা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement