হোয়সলা কে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ভাগ্যজনক বললেও বোধহয় কম বলা হয়। সবাইকে স্তম্ভিত করে দিয়ে শুক্রবার প্রয়াত হলেন কর্নাটকের (Karnataka) প্লেয়ার হোয়সলা কে (Hoysala K)। মাত্র চৌত্রিশ বছর বয়সে।
দক্ষিণাঞ্চল টুর্নামেন্টে এ দিন তামিলনাড়ুর বিরুদ্ধে খেলছিল কর্নাটক। ম্যাচে বেশ উত্তেজনাও ছড়াচ্ছিল। কে জানত, খেলার মাঠের সেই উত্তেজনা দ্রুতই চরম বিষণ্ণতায় পরিণত হবে? হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন কর্নাটক ক্রিকেটার হোয়সলা কে।
বেঙ্গালুরুর আরএসআই মাঠে খেলা চলছিল। ম্যাচের শেষে টিম হাডল করার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা পৌঁছেও যান। কিন্তু, হোয়শালাকে শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। মাঠে উপস্থিত অ্যাম্বুল্যান্স করে স্থানীয় বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘরোয়া ক্রিকেটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.