Advertisement
Advertisement
Kagiso Rabada

ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে রাবাডা! ‘নিষিদ্ধ ওষুধ’ গ্রহণের অভিযোগ

নিজেই 'ভুল' স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার পেসার।

Kagiso Rabada suspended from cricket after allegations of taking 'banned drugs'

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:May 3, 2025 6:47 pm
  • Updated:May 3, 2025 7:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শুরুতে আইপিএল ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। মাত্র দু’টি ম্যাচ খেলে কেন তিনি দেশে ফিরে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেই সময় গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তা জানা গেল এদিন। বলা ভালো, কারণটা নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাডা। শনিবার এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছেন তিনি। 

Advertisement

রাবাডা জানিয়েছেন, তিনি বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। কোনও ক্রীড়াবিদেরই এই ওষুধ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল জানা গিয়েছিল, এপ্রিলের শেষ সপ্তাহে প্রোটিয়া পেসার দলের সঙ্গে যোগ দিতে পারেন। গুজরাট অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যেই দলে ফিরতে চলেছেন রাবাডা। যদিও এদিন প্রোটিয়া তারকা ‘সাময়িক নিষেধাজ্ঞা’ ভোগ করছেন তিনি। এর ফলে রাবাডা কবে আইপিএল খেলতে গুজরাট টাইটান্স শিবিরে ফিরবেন, তা স্পষ্ট নয়। 

এক বিজ্ঞপ্তি জারি করে এদিন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন রাবাডা। প্রোটিয়া তারকা জানিয়েছেন, ভবিষ্যতে কখনওই ক্রিকেটকে হালকাভাবে নেবেন না। তিনি বলেন, ‘খবর হয়েছিল ব্যক্তিগত কারণে আমি আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছি। আসলে বিনোদনমূলক ড্রাগ নেওয়ার কারণে আমি সাময়িকভাবে নিষেধাজ্ঞা ভোগ করছি। এর জন্য প্রচণ্ড হতাশ। আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে ক্রিকেটকে এমন হালকাভাবে নেব না। ক্রিকেটকে ভালোবাসি। তাই ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছি।’

বিশেষজ্ঞ মহলের ধারণা, এই পরিস্থিতিতে তাঁর গুজরাট টাইটান্স শিবিরে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচে ১টি উইকেট শিকার করেন তিনি। এবারের মেগা নিলামে তাঁকে ১০.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। রাবাডার এই বিবৃতির পর গুজরাট শিবিরের পক্ষ থেকে এখন অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ