ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের নজির গড়লেন জো রুট। ট্রেন্ট ব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে ১৩ হাজার রানের ক্লাবে পৌঁছতে তাঁর দরকার ছিল মাত্র ২৮ রান। তা সহজেই পূরণ করে ফেলেন এই ইংরেজ ব্যাটার। ১৫৩ টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এক্ষেত্রে রুট পিছনে ফেলেছেন জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, শচীন তেণ্ডুলকরদের।
১৩ হাজার রানে পৌঁছতে জ্যাক ক্যালিস নিয়েছিলেন ১৫৯ টেস্ট। রাহুল দ্রাবিড় ১৬০ টেস্টে এই কীর্তি স্থাপন করেন। রিকি পন্টিং সময় নেন ১৬২ টেস্ট। শচীন তেণ্ডুলকর ১৬৩ টেস্টে ১৩ হাজারি ক্লাবের সদস্য হন। ইংল্যান্ডের ইনিংসের ৮০তম ওভারে ভিক্টর নিয়াউচির বলে সিঙ্গেল নিয়ে রুট এই অসাধারণ সাফল্য অর্জন করেন।
প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রান করেন রুট। তাছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। ২০১২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। এরপর লাল বলের ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা দেখেছে ক্রিকেটবিশ্ব। টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন তিনি। শীর্ষস্থানীয় দলগুলোর বিরুদ্ধে রুটের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর রান সংখ্যা দু’হাজারেরও বেশি। নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাজারেরও বেশি রান করেছেন রুট।
টেস্টে ১৩ হাজার রান করার পাশাপাশি রুটের নামের পাশে রয়েছে ৩৬টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফসেঞ্চুরি। ১৩ হাজারি ক্লাবে পৌঁছে গেলেও ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি। ২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজের আগে জো রুটের এই নজির তাঁকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে ক্রিকেট মহল। উল্লেখ্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৪৯৮। অলি পপ (১৬৯*), বেন ডাকেট (১৪০) এবং জ্যাক ক্রাউলি (১২৪)-র সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.