Advertisement
Advertisement
Jasprit Bumrah

৭ দিনের বিরতির পর কীসের বিশ্রাম? বুমরাহকে বসানো নিয়ে গিল-গম্ভীরকে তোপ শাস্ত্রীর

বিশ্রাম নেওয়ার ব্যাপারটা ক্রিকেটারদের হাতে ছাড়াই উচিত নয়, মনে করছেন শাস্ত্রী।

Jasprit Bumrah sits out after 7 days' rest, Ravi Shastri slams selection call

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2025 8:09 pm
  • Updated:July 3, 2025 1:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ সেঞ্চুরির পরও টেস্ট হেরেছে দল। লাল বলের ক্রিকেটে এমন ঘটনা শুধু বিরলই নয়, অতীতে ঘটেনি কোনওদিন। লিডসে ইংল্যান্ডের কাছে এমন রেকর্ড গড়া হারের পর কাঠগড়ায় ভারতীয় বোলিংকে কাঠগড়ায় তুলেছেন বিশেষজ্ঞরা। অথচ, দ্বিতীয় টেস্টে শুভমান গিল এবং গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট সেই বোলিংকেই আরও দুর্বল করে দিলেন। বিশ্রাম দেওয়া হল টিমের এক নম্বর পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর প্রশ্ন, ৭ দিনের বিরতির পর ফের বিশ্রামের প্রয়োজন হবে কেন?

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন হেডকোচের বিশ্বাসই হচ্ছে না যে সিরিজের এত গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বের সেরা বোলারকে বসিয়ে রেখেই খেলতে নামল টিম ইন্ডিয়া। শাস্ত্রীর কথায়, “ভারতের সাম্প্রতিক টেস্ট রেকর্ড যদি দেখা যায়, তাহলেই বোঝা যাবে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারতে হয়েছে। অস্ট্রেলিয়াতেও সিরিজ হেরেছি। এখানেও জেতার মতো জায়গা থেকে ম্যাচ হারতে হয়েছে। এই অবস্থায় পালটা আক্রমণই বাঁচার একমাত্র পথ। তুমি এই ম্যাচটে যে কোনও মুল্যে জিততে চাইবে।”

শাস্ত্রীর মতে, এ হেন ম্যাচে বিশ্বের সেরা বোলারকে বসিয়ে রাখাটা এক কথায় অবিশ্বাস্য। টিম ম্যানেজমেন্টের যুক্তি, বুমরাহর ওয়ার্কলোডের কথা ভেবে এই টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শাস্ত্রী সে যুক্তিও মানতে নারাজ। তাঁর বক্তব্য, সাতদিনের বিরতির পর টেস্ট ম্যাচে নামছে ভারত। আরও বিশ্রামের প্রয়োজনটা কী? প্রাক্তন হেড কোচের কথায়, বিশ্রাম নেওয়ার এই ব্যাপারটা ক্রিকেটারদের হাতা ছাড়াই উচিত নয়। ক্যাপ্টেন এবং কোচের যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়ার কথা। আর এটা যদি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়, তাহলে অবশ্যই খেলা উচিত সেরা তারকার।

লিডসে ভারতের বোলারদের মধ্যে একা বুমরাহ ছাড়া কেউই পাতে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর পাঁচ উইকেটের সুবাদেই লিড পায় ভারত। দেখা যাক এজবাস্টনে কী হয়। বুমরাহর জায়গায় খেলবেন আকাশদীপ। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট। দেশের হয়ে সাত ম্যাচে খেলা আকাশদীপের কাঁধেই বুমরাহর জুতোতে পা গলানোর দায়িত্ব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ