Advertisement
Advertisement
Asia Cup

এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে বুমরাহ! অবশেষে সুযোগ নজিরের সামনে থাকা পেসারের?

ওমান ম্যাচটাকে সুপার ফোরের আগে প্র্যাকটিস হিসাবে দেখছে টিম ইন্ডিয়া।

Jasprit Bumrah likely to be rested against Oman in Asia Cup
Published by: Anwesha Adhikary
  • Posted:September 18, 2025 5:47 pm
  • Updated:September 18, 2025 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ওমানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সূত্রের খবর, সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে জশপ্রীত বুমরাহকে। তাঁর পরিবর্তে কে খেলবেন, সেই নিয়ে চর্চা চলছে। অর্শদীপ সিংকে এবার সুযোগ দেওয়া হতে পারে বল মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

Advertisement

আসলে ওমান ম্যাচটাকে সুপার ফোরের আগে প্র্যাকটিস হিসাবে দেখছে টিম ইন্ডিয়া। তাই গ্রুপ পর্বে যাঁরা খেলেননি, তাঁদের ম্যাচ প্র্যাকটিস দেওয়া হবে ওমানের বিরুদ্ধে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। যেহেতু অর্শদীপ একটাও ম্যাচে খেলেননি, তাই বুমরাহর পরিবর্ত হওয়ার দৌড়ে তিনি যথেষ্ট এগিয়ে। কেবল পরিবর্ত হওয়া নয়, ওমান ম্যাচে নজর কাড়তে পারলে বুমরাহর সঙ্গে বোলিং করার সুযোগও মিলতে পারে তরুণ বাঁহাতি পেসারের।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও ছিটকে যান বুমরাহ। চোট সারিয়ে আইপিএলে কামব্যাক করেন তিনি। ইংল্যান্ড সফরে গেলেও পাঁচটি টেস্টে খেলেননি। বেছে বেছে তিনটে ম্যাচে তাঁকে খেলানো হয়। কিন্তু সেই তিনটে ম্যাচের একটাও জিততে পারেনি ভারত।

এশিয়া কাপের দলে বুমরাহকে দেখে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স বলেছিলেন, “আমার মনে হয় না ও সব ম্যাচ খেলবে। খেয়াল করেছি, নির্বাচকরা ওর বিষয়ে বেশিমাত্রায় সচেতন। এভাবেই সিনিয়র ও সবচেয়ে কার্যকরী প্লেয়ারদের খেলাতে হয়।” সেই পথেই হাঁটতে চলেছে ভার‍তীয় টিম ম্যানেজমেন্ট। ওমানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে। উল্লেখ্য, চলতি এশিয়া কাপে পাওয়ার প্লেতে টানা তিন ওভার বল করছেন বুমরাহ। সুপার ফোরেও সেরকম স্ট্র্যাটেজি নেবে টিম ইন্ডিয়া?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement