ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম একাদশে জশপ্রীত বুমরাহ নেই। কুছ পরোয়া নেই, মহম্মদ সিরাজ আছেন। অফ ফর্ম নিয়ে সমালোচনা। কুছ পরোয়া নেই। ইনিংসে ছয় উইকেট তুলে সমালোচকদের জবাব দেবেন সিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তিনি ঠিক সেই কাজটাই করলেন, যা এতদিন ধরে করে এসেছেন। বুমরাহর অভাব বুঝতেই দিলেন না। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, বুমরাহকে ছাড়াই কি ভালো খেলেন সিরাজ। কী বলছে পরিসংখ্যান?
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে ‘ছক্কা’ হাঁকিয়েছেন মহম্মদ সিরাজ। বাকি চারটি উইকেট বাংলার পেসার আকাশ দীপের। দুজনের দাপটে এজবাস্টন টেস্টে ‘অ্যাডভান্টেজ’ ভারতের। ৭০ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। ইংল্যান্ডের মাটিতে এটাই সিরাজের প্রথম পাঁচ উইকেট। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাতেও ‘পাঞ্জা’ রয়েছে সিরাজের নামে। ‘ওয়ার্কলোডে’র জন্য বুমরাহ খেলেননি। একার দায়িত্বে দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়েছেন সিরাজ। পরিসংখ্যান বলছে, বুমরাহ না থাকলে সিরাজ ভালোই খেলেন।
বুমরাহ উপস্থিতিতে সিরাজের পরিসংখ্যান
ইনিংস ৪৪
উইকেট ৬৯
গড় ৩৩.৮২
স্ট্রাইক রেট ৫৫.৭
বুমরাহ না থাকলে সিরাজের পরিসংখ্যান
ইনিংস ২৬
উইকেট ৩৯
গড় ২৫.২০
স্ট্রাইক রেট ৪৬.৬
অবশ্যই সার্বিক পরিসংখ্যানে বুমরাহ এগিয়ে। যে টেস্টগুলোতে দুজনে একসঙ্গে খেলেছেন, সেখানে বুমরাহ তুলেছেন ১১১ উইকেট। গড় ও স্ট্রাইক রেটও তুলনায় ভালো। সিরাজ সেখানে দ্বিতীয়। অনেকে প্রশ্ন তুলতে পারেন, বুমরাহকে সাধারণত ঘরের মাঠে ‘দুর্বল’ দলগুলোর বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেখানে স্বাভাবিকভাবেই সিরাজ ভালো বল করেছেন। মনে করিয়ে দেওয়া যাক, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের উইকেট সংখ্যা ২৬। গড় ২৬.৫৭। আর সব মিলিয়ে বিদেশে ১৩ ইনিংসে উইকেট ৩০, গড় ২৩.৩৩। যথেষ্ট ভালো। কে ভুলতে পারে, গাব্বায় ঐতিহাসিক টেস্টে ৭৩ রানে সিরাজের ৫ উইকেট। সেই ম্যাচে কিন্তু বুমরাহ খেলেননি।
কিন্তু কেন এই পার্থক্য? বুমরাহ না থাকলে আক্রমণের প্রধান দায়িত্ব থাকে সিরাজের উপর। সেই দায়িত্বটা বাড়তি অনুপ্রেরণা জোগাতে পারে সিরাজকে। হয়তো বুমরাহর অনুপস্থিতিতে প্রতিপক্ষ ব্যাটাররা সিরাজকে আক্রমণের পথ খুঁজতে গিয়ে বিপদ বাঁধায়। তাছাড়া তাঁর মানসিকতাও আগ্রাসী। প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন। আরও একটি বিষয় হচ্ছে, বুমরাহ থাকলে সিরাজকে দ্বিতীয় বা তৃতীয় বোলার হিসেবে খেলানো হয়। সেটাও সমস্যার। তবে দেশের ক্রিকেটপ্রেমী বুমরাহ বা সিরাজ, এভাবে নয়। বুমরাহ ও সিরাজ- এভাবে দেখতে চায়। টিম ম্যানেজমেন্টও যেন সেটা ঘটাতে পারে। সকলেই বলতে চান, “আই অনলি বিলিভ ইন মাইসেলফ অ্যান্ড জসসি ভাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.