ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন দাদা। এবার তাঁর দেখানো পথেই রাজনীতিতে আসতে চলেছেন ইরফান পাঠান? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বেশ কয়েকবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার এক সাক্ষাৎকারে এসে এই প্রসঙ্গে মুখ খুলেছেন টি-২০ বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার।
ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। বিশ্বজয়ের পর ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেণ্ডুলকরকে কাঁধে চড়িয়ে তাঁর মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে রয়েছে। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি রাজনীতির মাঠে পা রেখেছেন ইউসুফ। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে সেখানকার হেভিওয়েট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে সকলে চমকে দেন তিনি। সাংসদ হওয়ার পর সংসদ কক্ষেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা গিয়েছে ইউসুফকে।
সোশাল মিডিয়ায় বহরমপুরবাসীকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে অনেক সময়েই ইরফানকেও দেখা গিয়েছে ইউসুফের সঙ্গে। ফলে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার রাজনীতির ময়দানে নেমে পড়বেন ইরফানও? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দিকে ছুড়ে দেওয়া হয় এই প্রশ্ন। জবাবে মজার ছলে ইরফানের মন্তব্য, “আপনার কী মনে হয়? আমার রাজনীতিতে আসা উচিত?”
তবে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি তারকা অলরাউন্ডার। প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জীবনে আমি যাই করি না কেন, তার মাধ্যমে আমি একটা তফাত গড়তে চাই। এখন হোক বা ভবিষ্যতে, আমার কাজের মাধ্যমে পার্থক্য তৈরি হওয়া উচিত। যদি আমি তফাত গড়তে না পারি, তাহলে আমি কোনও কাজ করব না।” অর্থাৎ রাজনীতি নিয়ে আপত্তি নেই ইরফানের। তবে রাজনীতির মাধ্যমে তিনি কাজ করার সুযোগ না পেলে হয়তো নতুন ইনিংস শুরু করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.