সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আগামী মরশুমের মেগা নিলামের (IPL Auction) আগে নিজেদের রিটেনশনের তালিকা জানিয়ে দিল আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি। আইপিলের রিটেনশনের (IPL retention) ক্ষেত্রে অধিকাংশ দলই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি মহাতারকাকেও রিটেন করেছে।
কলকাতা নাইট রাইডার্স:
আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
Here’s ‘s retention list 👍
Advertisement— IndianPremierLeague (@IPL)
মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
বিরাট কোহলি(১৫ কোটি), ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)
চেন্নাই সুপার কিংস:
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ:
কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)
Take a look at the retention list 👍
— IndianPremierLeague (@IPL)
দিল্লি ক্যাপিটালস:
ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ’ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি)
পাঞ্জাব কিংস:
ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
Here’s the retention list 👍
— IndianPremierLeague (@IPL)
রাজস্থান রয়্যালস:
সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)
পুরনো আটটি দল তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা দেওয়ার পরই নতুন দু’টি দল নিজেদের পছন্দমতো ২ জন করে ক্রিকেটারকে নিলামের বাইরে থেকে কিনে নিতে পারবে। সেজন্য আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে দলগুলি। তারপর জানুয়ারিতে হবে আগামী মরশুমের মেগা নিলাম। জল্পনা শোনা যাচ্ছে, এটাই আইপিএলের (IPL) শেষ নিলাম। এরপর ফুটবলের মতো ট্রান্সফার ইউনডো চালু হতে পারে আইপিএলেও। সেক্ষেত্রে সরাসরি খোলাবাজার থেকে ক্রিকেটার কিনতে পারবে দলগুলি। অন্য দল থেকেও ট্রান্সফার ফি দিয়ে কেনা যাবে ক্রিকেটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.