সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। পহেলগাঁও জঙ্গিহামলার পর ক্রিকেট মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যা নিয়ে উষ্মা রয়েছে ক্রিকেটভক্তদের মধ্যে। ‘বয়কটে’র দাবিও উঠেছে বিভিন্ন মহলে। সেই ম্যাচ বয়কট না হলেও সোশাল মিডিয়ায় পাকিস্তানকে ‘বয়কট’ করল পাঞ্জাব কিংস।
ঠিক কী করেছে প্রীতি জিন্টার দল? ১৪ তারিখ ভারত-পাক ম্যাচ নিয়ে অনেকেই সোশাল মিডিয়ায় পোস্ট করছেন। পাঞ্জাবও সেটাই করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের ছবি দিয়ে তারা একটি ছবি পোস্ট করেছে। তাতে বিসিসিআইয়ের লোগো আছে, ম্যাচের তারিখ, ভারতীয় সময়, স্টেডিয়ামের তথ্য রয়েছে। শুধু নেই পাকিস্তান ক্রিকেট লোগো। সেই জায়গাটা ফাঁকা বা অদৃশ্য। ভাইরাল এই ছবি দেখে নেটিজেনদের দাবি, এভাবেই পাকিস্তানকে ‘বয়কট’ করা হল।
Game 2️⃣ for the defending champions. Let’s goooo
— Punjab Kings (@PunjabKingsIPL)
এর আগে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। ক্রিকেটপ্রেমীদের অনেকে দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। যেখানে পাকিস্তানকে পুরোপুরি ‘বয়কটে’র কথা হচ্ছে, সেখানে ক্রিকেট মাঠে কেন ‘বয়কট’ নয়? আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। বিসিসিআইও একই বিবৃতি দিয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেবে, বিসিসিআই তা মেনে চলবে। বহুদেশীয় প্রতিযোগিতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। সেটা যদি এমন দেশ হয়, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও অসুবিধা নেই। ফলে ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.