Advertisement
Advertisement
IPL

ভারত-পাক সংঘাতে বন্ধ হচ্ছে আইপিএল! ত্রস্ত বিদেশি ক্রিকেটাররা, জরুরি বৈঠকে বোর্ড

যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

IPL could be called off amid India Pakistan war situation
Published by: Sulaya Singha
  • Posted:May 8, 2025 11:46 pm
  • Updated:May 9, 2025 12:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যিই করেই এবারের মতো বন্ধ হতে চলেছে আইপিএল। বৃহস্পতিবার জরুরিকালীন বৈঠকে বসে আইপিএল গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, সেখানেই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চরমে ভারত-পাকিস্তান সংঘাত। আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এহেন সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, শুক্রবারই সরকারি ভাবে টুর্নামেন্ট বাতিলের কথা জানিয়ে দেওয়া হবে।

Advertisement

এদিন ধরমশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। কিন্তু লাগাতার পাকিস্তানের হামলার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। একে একে নিভে যায় স্টেডিয়ামের আলো। এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। দর্শক এবং আইপিএল কর্মকর্তাদের স্টেডিয়াম থেকে দ্রুত ফিরে যেতে বলা হয়। এরপরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর। 

ভারত-পাক সংঘাতের জেরে ইতিমধ্যেই বন্ধ ২৮টি বিমানবন্দর। ফলে আইপিএল বাতিল হলেও ক্রিকেটারদের বাড়ি ফেরানো বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলির সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, তা নিয়েও আলোচনা হচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে এনিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এমত অবস্থায় যে টুর্নামেন্ট বাতিলের পথেই এগোচ্ছে, তা কার্যত নিশ্চিত।     

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ