সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ এগিয়ে আসছে আইপিএল মহা নিলামের দিনক্ষণ। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিলামে নাম লেখানো ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা। আইপিএলের মঞ্চে উত্থান ঘটেছে বহু উঠতি প্রতিভার। আবার কামব্যাক ঘটেছে অনেক ক্রিকেটারের। সেই মঞ্চে এবার শামিল ১৩ বছর বয়সি ক্রিকেটারও। আবার আছেন ৪২ বছর বয়সি ক্রিকেটার। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন।
নিলামে দড়ি টানাটানি চলবে ৫৭৪ জনকে নিয়ে। তবে এদের সবাই দল পাবেন না। অনেকেই আনসোল্ড থেকে যাবেন। কারণ, ১০টি দল মিলিয়ে মোট ২০৪ জন ক্রিকেটারকে নেওয়া যাবে। নিলামের বাছাই তালিকায় রয়েছে ১৩ বছরের এক ভারতীয় প্রতিভাও। তার নাম বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামের ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।
কে এই বৈভব? বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তার পর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। সেই তুলনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও সেভাবে প্রতিভার ঝলক দেখাতে পারেনি সে। ১০ ইনিংসে করেছে ১০০ রান। গড় ৪১। এবার দেখার ৩০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে আইপিএলের মতো মঞ্চে প্রতিভা দেখানোর সুযোগ পায় কিনা।
🚨 13 YEAR OLD VAIBHAV SURYAVANSHI IS THE YOUNGEST TO BE SHORTLISTED…!!! 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
অন্যদিকে রয়েছেন ৪২ বছরের ‘বুড়ো ঘোড়া’ জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি বোলার এই বছরই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তার পরই নাম লিখিয়েছেন আইপিএলের আসরে। এবার তিনিই সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। মজার বিষয়, এর আগে কখনই তিনি আইপিএল নিলামে অংশগ্রহণ করেননি। আর অবসরের পরই নাম লেখালেন আইপিএল নিলামে। নিজের জন্য ন্যূনতম মূল্য রেখেছেন ১.২৫ কোটি। যদিও তাঁর দেশেরই আরও এক ক্রিকেটার জোফ্রা আর্চারের নাম নিলামে নেই। ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজের জন্য নিজেকে ফিট রাখাই তাঁর উদ্দেশ্য বলে জানা যাচ্ছে।
🚨 42 YEAR OLD JIMMY ANDERSON HAS BEEN SHORTLISTED FOR IPL 2025 MEGA AUCTION…!!!! 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.