Advertisement
Advertisement
IPL 2025

সবরমতী পাড়ে বিরাটের শাপমুক্তি? কোহলির জন্যই ট্রফি জিততে চান রজত

'এখনও অর্ধেক কাজ বাকি', ফাইনালের আগে বলছেন শ্রেয়স।

IPL 2025: Will Virat's curse be lifted on Sabarmati banks? Rajat wants the trophy for Kohli

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 3, 2025 11:24 am
  • Updated:June 3, 2025 1:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঠারো বছর হয়ে গেল, কখনও ট্রফি জেতা হয়নি। বিগত সতেরো বছরে চার-চার বার আইপিএল ফাইনাল (IPL 2025 Final) খেলেছেন বিরাট কোহলি। আরসিবির জার্সিতে। কিন্তু ট্রফি জেতা কখনও হয়নি। অষ্টাদশ আইপিএলে কি কাটবে সেই খরা? হাতে আকাঙ্ক্ষার আইপিএল (IPL 2025) ট্রফি কি হাতে তুলবেন বিরাট কোহলি (Virat Kohli)?

Advertisement

আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলছেন, তাঁরা আপ্রাণ চেষ্টা করবেন। তাঁরা চেষ্টা করবেন, শুধুমাত্র বিরাটের জন‌্য ট্রফি জিততে!

সোমবার প্রাক্ ফাইনাল যুগ্ম সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দুই দলের দুই অধিনায়ক রজত পাতিদার এবং শ্রেয়স আইয়ার। যথাক্রমে যাঁরা আরসিবি এবং পাঞ্জাব অধিনায়ক। রজত বলছিলেন, ‘‘বিরাট আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলকেও কম কিছু দেয়নি। তাই আমরা চাই, কোহলিকে এবার কিছু উপহার দিতে। এটুকু বলতে পারি, সর্বাত্মক চেষ্টা করব আমরা।’’ কিন্তু আবহে এই যে অতিরিক্ত কোহলি ছেয়ে রয়েছেন, এটা সমস‌্যা করবে না? পুরো ফোকাসটাই তো একজন প্লেয়ার কেন্দ্রিক হয়ে পড়ছে। এটা কি বিরক্তিজনক নয়? উত্তরে পাতিদার বলে দিয়েছেন, ‘‘অন্তত আমার জন‌্য নয়। আর আমরা স্টেজ খুঁজতে আসিনি। ফাইনাল খেলছি বলে, যাবতীয় প্রচার আমাদের দিকে ঘুরিয়ে দিতে আসিনি। আমরা চাইছি, নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। আবারও বলছি, আমরা স্টেজ নিতে আসিনি। সহজভাবে ক্রিকেট খেলে, ফাইনাল জিততে চাই আমরা।’’

টিমে কোহলির মতো মহাতারকার উপস্থিতির অবশ‌্য বিবিধ সুবিধেও রয়েছে। যেমন, ভারতবর্ষের যে মাঠেই খেলতে যাক না কেন আরসিবি, বিপুল জনসমর্থন তারা আপনাআপনি পেয়ে থাকে। আর তাতে টিমের বেশ লাভই হয় বলে মনে করেন রজত। ‘‘আমরা যেখানেই খেলতে যাই, এতই উত্তুঙ্গ জনসমর্থন পেয়ে থাকি যে, মনে হয় ঘরের মাঠে খেলছি।’’ তবে একটা বিষয় চিন্তায় রাখছে আরসিবি’কে। তা হল, ফাইনালে টিমের পাওয়ার হিটার টিম ডেভিডের সম্ভাব‌্য অনুপস্থিতি। হ‌্যামস্ট্রিংয়ে চোটের কারণে আরসিবি’র হয়ে শেষ দু’টো ম‌্যাচ খেলতে পারেননি ডেভিড। আরসিবি অধিনায়ক আইপিএল ফাইনালের চব্বিশ ঘণ্টা আগেও জানেন না, অস্ট্রেলিয়ার পাওয়ার হিটারকে পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া যাবে কি না? পাতিদার বলে দিলেন, ‘‘রাতের দিকে জানতে পারব। এখনও আমার কাছে ডেভিডের ফিটনেস আপডেট নেই।’’

আর পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার? মহাফাইনালের পূর্বে তাঁর ভেতরে ভেতরে কী চলছে? গত রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে একা হাতে চূর্ণবিচূর্ণ করার পর একটা বিরল রেকর্ডও করে ফেলেছেমন শ্রেয়স। আইপিএল ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক, যিনি তিনটে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়ক হিসেবে ফাইনালে তুললেন। দিল্লি ক‌্যাপিটালস। কেকেআর। পাঞ্জাব কিংস। তার মধ‌্যে গত আইপিএলে কেকেআরকে চ‌্যাম্পিয়নও করেছেন তিনি। এবারও ট্রফি নিয়ে যাওয়ার প্রভূত ইঙ্গিত দিচ্ছেন। বিশেষ করে জসপ্রীত বুমরাহ-ট্রেন্ট বোল্ট সমন্বিত মুম্বই ইন্ডিয়ান্স বোলিংয়ের মহড়া নেওয়ার পর, ৪১ বলে অপরাজিত ৮৭ করে ম‌্যাচ জেতানোর পর, তাঁকে সমীহ না করে বা উপায়ও কী? কিন্তু শ্রেয়স মানতে চান না, আহামরি কিছু এখনও করেছেন বলে। ‘‘দেখুন, দলকে ম‌্যাচ জেতাতে পারলে অসম্ভব ভালো লাগে। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংসটা জীবনের সেরা ইনিংসগুলোর মধ‌্যেই থাকবে। কিন্তু তার পরেও বলব, কাজ অর্ধেক হয়েছে মাত্র। এখনও অর্ধেক কাজ বাকি,’’ সাংবাদিক সম্মেলনে এ দিন বলছিলেন শ্রেয়স। সঙ্গে যোগ করেছেন, ‘‘তবে একটা কথা বলব। পরিস্থিতি অনুযায়ী খেলতে আমার ভালো লাগে। আমি কখনওই খেলাটার ঊর্ধ্বে উঠতে যাই না। যদি আমি রান তাড়া করি, তা হলে দেখি আস্কিং রেট কত? পিচ কী রকম আচরণ করছে? কোন কোন বোলারের বল করতে আসা বাকি? সেই অনুযায়ী আমি আমার পরিকল্পনা সাজাই। কিন্তু আবারও বলছি, আমার কাজ এখনও শেষ হয়নি। অর্ধেক হয়েছে মাত্র। বাকিটা শেষ করতে, কাল আবার ফিরে আসব!’’

বিরাট কোহলির প্রথম আইপিএল ট্রফি জয়ের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কে, এরপর বোঝা গেল? ওহ্, বলাই হয়নি। আরও একটা প্রতিবন্ধকতা রয়েছে। সেটা ফাইনালের সামনেই রয়েছে–বৃষ্টি। আবহাওয়া রিপোর্ট বলছে, মঙ্গলবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ!

আজ আইপিএলে
রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বনাম পাঞ্জাব কিংস
ফাইনাল, আমেদাবাদ
রাত ৭.৩০, স্টার স্পোর্টস

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ