Advertisement
Advertisement
Virat Kohli

‘এটা তোমারই মুহূর্ত…’, বিরাটের সম্মানে আইপিএলের কোন রীতি ভাঙলেন পাতিদার?

কারণ জানলে শ্রদ্ধা বাড়বে।

IPL 2025: 'This is your moment...', which IPL tradition did Patidar break in honor of Virat?

ছবি ইনস্টাগ্রাম

Published by: Prasenjit Dutta
  • Posted:June 8, 2025 5:51 pm
  • Updated:June 8, 2025 5:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭টা বছর ট্রফিখরা! এতগুলো বছর অপেক্ষার পর অবশেষে ‘বসন্ত’ এসেছে আরসিবি শিবিরে। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারানোর পর ‘সেলিব্রেশন মুড’ অন রেখেছিলেন আরসিবি’র ক্রিকেটাররা। সেই সেলিব্রেশনের নানান মুহূর্ত ভাইরাল সোশাল মিডিয়ায়। তেমনই এক ‘ব্যতিক্রমী’ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা।

Advertisement

ঠিক কী এমন করেছেন পাতিদার যে, নেটপাড়ায় এভাবে বন্দিত হচ্ছেন? আসলে আইপিএলে একটা রীতি রয়েছে। ট্রফিজয়ের পর চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে ক্যামেরায় সই করতে হয়। সেই মতো এবার পালা ছিল আরসিবি অধিনায়ক রজত পাতিদারের। কিন্তু তিনি সেই রীতি ভাঙেন কেবল বিরাট কোহলিকে সম্মান জানানোর জন্য।

ভিডিওয় দেখা গিয়েছে, কোহলিকে ক্যামেরায় সই করার ব্যাপারে অনুরোধ করছেন পাতিদার। তিনি কোহলিকে উদ্দেশ্য করে বলেন, “এটা তোমারই মুহূর্ত। সই করো।” এমন অনুরোধের পর প্রথমে দ্বিধায় থাকলেও শেষপর্যন্ত ক্যামেরায় সই করেন বিরাট। গোটা আরসিবি শিবির তখন উল্লাসে ফেটে পড়ে।

এক নেটিজেন লেখেন, ‘রজত ভাই, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিন-দিন বেড়ে যাচ্ছে।’ আর-এক নেট নাগরিকের কথায়, ‘আপনি মানুষটা বরাবরেরই খুব পছন্দের।’ একজন লেখেন, ‘এই কারণেই রজতের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। তিনি সকলকে ভুল প্রমাণিত করে অসাধারণ নেতৃত্ব দিয়ে বেঙ্গালুরুকে ট্রফি জিতিয়েছেন। কোহলিকেও যথাযোগ্য সম্মান দেখিয়েছেন। পাতিদারকে কুর্নিশ।’ উল্লেখ্য, তিনি চতুর্থ ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই দলকে ট্রফি জিতিয়েছেন। পাতিদারের আগে এই কীর্তি গড়েন শেন ওয়ার্ন, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ