ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাদের ব্যাটিং ইউনিট গত মরশুমে সকলের নজরে আসে। এমনকী এবারও তারা ঝোড়ো শুরু করে। তখনও বোঝা যায়নি, পরপর চার ম্যাচ হেরে যেতে হবে। ব্যাটিং ডাহা ফেল। সেভাবে রান পাচ্ছেন না সানরাইজার্সের কোনও ব্যাটারই। যাঁকে নিয়ে গত মরশুমে চর্চা চলেছিল, সেই অভিষেক শর্মারও ব্যাটে রানের খরা। যা নিয়ে রীতিমতো বিরক্ত দলের মালকিন কাব্য মারান।
একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন অভিষেক। রবিবারেও ছবিটা বদলায়নি। হেড প্রথম ওভারে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন। নজর ছিল অভিষেকের দিকে। পঞ্চম ওভার। ১৬ বলে মাত্র ১৮ রানে সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট তিনি। গত মরশুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু এবছর! একটাও ছয় মারেননি। এমন পরিস্থিতিতে ক্যামেরায় কাব্য মারানকে প্রচণ্ড বিরক্ত মনে হয়। তীব্র হতাশা ফুটে ওঠে তার চোখেমুখে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
পাওয়ার প্লে-তে হায়দরাবাদের রান ছিল ২ উইকেটে ৪৫। পাওয়ার প্লে-তে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। নেট নাগরিকরা মনে করছেন, ওপেনিং জুটির ব্যর্থতা, পাওয়ার প্লে-তে কম রান মেনে নিতে পারেননি কাব্য। সেই কারণেই ক্যাব্যের মুখ ‘গদ্যময়’ হয়ে ওঠে। এমনকী হাত ছুড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তিনি যে একেবারেই খুশি নন, তা ভাইরাল হওয়া ভিডিওয় স্পষ্ট।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM)
অভিষেক ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই আউট হন ঈশান কিষান। এরপর নীতীশ রেড্ডির সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়েন হেনরি ক্লাসেন। ক্লাসেন আউট হওয়ার পর সানরাইজার্সের রানের গতি ঢিমে হয়ে যায়। গুজরাট মাত্র ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয়। এরপর অবশ্য কাব্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সানরাইজার্স ব্যাটাররা কবে তাঁদের মালিকের মুখে হাসি ফোটাতে পারেন, সেটা সময়ই বলবে। আপাতত লিগ টেবিলে তাদের অবস্থান অন্তিমে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.