ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে খেলা নিয়েই সংশয় ছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশীর। প্রথম সাত ম্যাচ তাকে নিয়ে রা কাড়েনি রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট। শনিবার আহত সঞ্জু স্যামসনের বদলে আচমকাই সুযোগ পেয়ে গেলেন এই কিশোর প্রতিভা। আর সেই সুযোগকেই পড়ে পাওয়া চোদ্দআনার মতো কাজে লাগাল এই কিশোর প্রতিভা। শার্দূল ঠাকুরের মতো পোড়খাওয়া পেসারকে বিশাল ছক্কা দিয়ে অভ্যর্থনা জানিয়েও রীতিমতো লাইমলাইটে চলে এসেছে সে। বৈভবের নামের পাশে এখন একগুচ্ছ রেকর্ড। এমনকী তার ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ব্যক্তিত্বও।
কী সেই সব রেকর্ড? নিজের অভিষেক ম্যাচে প্রথম বলে ছক্কা মেরে তার আইপিএল অভিযান শুরু করেছে বৈভব। তার সঙ্গে একাসনে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, কেভন কুপার, কার্লোস ব্রেথওয়েট ও জাভন সিয়ারলেস, ভারতের অনিকেত চৌধুরী, সমীর রিজভি ও সিদ্ধেশ লাড, শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। অর্থাৎ, দশম ক্রিকেটার হিসেবে এই নজির ছুঁয়েছে বৈভব।
আরও একটি নজির হল, মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেক ঘটিয়ে বৈভব পিছনে ফেলেছে প্রয়াস রায় বর্মনকে। ২০১৯ সালে ১৬ বছর ১৫৭ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অভিষেক ঘটেছিল প্রয়াসের।
তাছাড়া আইপিএলে ছক্কা মারার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যাটার এখন বৈভবই। এতদিন রেকর্ডটি ছিল রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের দখলে। ১৭ বছর ১৬১ দিন বয়সে ছক্কা মেরেছিল রিয়ান। এখানেই শেষ নয়, আইপিএলে সবচেয়ে কম বয়সে চারও মেরেছে এই বৈভব। শনিবারের আগে প্রয়াস রায় বর্মনের নামে ছ’বছর ধরে এই রেকর্ডটি ছিল।
যদিও এত রেকর্ড গড়ার ম্যাচে ২ রানে হেরে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছে বৈভবের রাজস্থান রয়্যালস। তবে এই কিশোর প্রতিভার ২০ বলে ৩৪ রানের সাহসী ইনিংস প্রশংসা কুড়িয়ে নিয়েছে সবার। বৈভবের ব্যাটিং দেখার আগ্রহে ঘুম থেকে উঠতে দেরি করেননি গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি এক্স হ্যান্ডলে বৈভবের ইনিংসের একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘ক্লাস এইটের একটা ছেলে। ঘুম থেকে উঠেই দেখলাম ওর খেলা। কি অসাধারণ অভিষেক!’ ১৭০ স্ট্রাইক রেটে ব্যাট করা বৈভব আউট হন মার্করামের বলে। সাজঘরে ফেরার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে বৈভব। তাকে কাঁদতে দেখা যায়।
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut!
— Sundar Pichai (@sundarpichai)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.