সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নতুন দলে শুরুটা ভালো হল না ঋষভ পন্থের। ব্যাটে রান পেলেন না। গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্প মিস করলেন। অথচ তাঁকে এবার ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ। দলের অধিনায়কও তিনি। আর পন্থ ব্যর্থ হতেই সোশাল মিডিয়ায় ২৭ কোটির প্রসঙ্গ তুলে শুরু মিমের বন্যা।
সোমবার দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ঝড় তুলে দিয়েছিলেন লখনউয়ের ব্যাটাররা। নিকোলাস পুরান আর মিচেল মার্শ যে গতিতে ব্যাট করছিলেন, তাতে রানের পাহাড় গড়তেই পারত লখনউ। কিন্তু সেটা বজায় রাখতে পারলেন না পন্থ। ৬ বল খেলে ০ রানে আউট হলেন। অর্থাৎ একটা ওভার নষ্ট! শেষ পর্যন্ত ২০৯ রান করে তারা। জবাবে দিল্লিও একটা সময় বেকায়দায় পড়েছিল। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। হাতে এক উইকেট। কিন্তু ওভারের প্রথম বলেই স্টাম্প মিস করেন পন্থ। নাহলে ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। আর সেই সুযোগে ছক্কা মেরে দিল্লিকে জেতান আশুতোষ শর্মা।
ম্যাচের পর দেখা যায় লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কথা বলছেন পন্থের সঙ্গে। তারপরই শুরু হয় মিমের বন্যা। যেখানে ফিরে এল গত মরশুমে রাহুল-গোয়েঙ্কা বচসার প্রসঙ্গও। নেটিজেনদের বক্তব্য, ‘২৭ কোটি জলে গেল’। একজন লিখেছেন, ‘যেখানে মিচেল মার্শের মতো ব্যাটার স্টার্ককে মারছেন, সেখানে পন্থ কীভাবে ৬ বলে শূন্য রান করেন?’ আবার অনেকে গাভাসকরের কথা তুলে লিখছেন ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’।
এর সঙ্গে অনেকে গোয়েঙ্কা ও পন্থের ছবি দিয়ে লিখছেন, ‘এভাবে কি ২৭ কোটি টাকা উঠবে?’ তবে সহানুভূতিও দেখাচ্ছেন অনেকে। তাঁদের বক্তব্য, সবেমাত্র একটি ম্যাচ খেলেছে। এখনও কামব্যাকের অনেক সময় রয়েছে। দেখা যাক, পন্থ সেটা করতে পারেন কি না?
6 ball Duck from 27cr player Rishabh Pant🔥🔥
— TukTuk Academy (@TukTuk_Academy)
Scenes in innings break
— Out Of Context Cricket (@GemsOfCricket)
Rishabh Pant batting, Sunil Gavaskar commentating how can we forget ‘stupid, stupid, stupid’
— S (@unrealkohli)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.