সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার নকআউট ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে এক খুদের প্রশ্নে কার্যত ‘নাজেহাল’ হতে হল রোহিত শর্মাকে। সে বিশ্বজয়ী ভারত অধিনায়ককে সরাসরি তাঁর দুর্বলতা নিয়ে জিজ্ঞেস করেছে। যদিও উদ্যম হারাননি ‘হিটম্যান’। এমনই এক ভিডিও নেটপাড়ায় ভাইরাল।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে বেশ কিছু খুদে ক্রিকেট শিক্ষার্থীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এক খুদে ভক্ত তো আবার রোহিতকে প্রশ্ন করে বসে, “স্যর, আপনাকে কীভাবে আউট করা সম্ভব?” এখানেই গুঞ্জন, রোহিতের দুর্বলতা কি ধরে ফেলেছে ওই খুদে ভক্ত? নাহলে কীভাবে এত আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রশ্ন করতে পারে সে? যদিও রোহিতের তৎক্ষণাৎ উত্তর, “ও নেহি হো সকতা (এটা সম্ভব নয়)।” সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ভিডিও।
চলতি মরশুমে মুম্বইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। ১৪ ইনিংসে তাঁর রান সংখ্যা ৪১০। গড় ৩১.৫৩। স্ট্রাইক রেট ১৫০.১৮। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। প্রথম কোয়ালিফায়ারে ম্যাচের সেরা পুরস্কারও পেয়েছিলেন। যদিও সেসব ভুলে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া রোহিতের মুম্বই।
রোহিত তো বটেই, সঙ্গে কার্যকরী ইনিংস খেলেছেন বদলি হিসেবে আসা জনি বেয়ারস্টোও। যা নিঃসন্দেহে এগিয়ে রাখবে মুম্বইকে। তাছাড়া জশপ্রীত বুমরাহ তো আছেনই। ধারাবাহিক পারফর্ম করে চলেছেন সূর্যকুমার যাদব। তবে মুম্বইকে চিন্তায় রাখবে বুমরাহ ছাড়া বাকি বোলারদের ফর্ম। স্পিন বিভাগও সেই তুলনায় অনভিজ্ঞ। যদিও ম্যাচের আগে খুদে ভক্তের প্রশ্নে ভিরমি খেলেও টলানো গেল না ‘হিটম্যান’কে। নেটিজেনরা বলছেন, এই আত্মবিশ্বাসটাই পাঞ্জাব ম্যাচে রোহিত শর্মার সম্বল।
“sir apako kaise out karne ka”?
Rohit Sharma ️- “Nahi wo nahi ho skata”
— ⁴⁵ (@rushiii_12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.