Advertisement
Advertisement
IPL 2025

বেঙ্গালুরুর দাপুটে বোলিংয়ে অসহায় পাঞ্জাব, বিরাটদের সামনে ফাইনালের হাতছানি

টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক।

IPL 2025: PBKS helpless against RCB's excellent bowling

ছবি বিসিসিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:May 29, 2025 8:53 pm
  • Updated:May 29, 2025 9:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার যে দু’টো দল প্লে অফের প্রথম ম্যাচে মুখোমুখি, যারা কখনও আইপিএল জেতেনি। এমন একটা ম্যাচে টসে জিতে পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক রজত পাতিদার। মুলানপুরে খেলা হওয়ায় দর্শক সমর্থন পাঞ্জাবের পক্ষেই ছিল। যদিও আরসিবি অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা যায়।

Advertisement

এদিন শুরুতেই ঝটকা খায় প্রীতি জিন্টার দল। যশ দয়ালের বলে মাত্র ৭ রানে ফেরেন প্রিয়াংশ আর্য। এরপর একে একে ফেরেন প্রভসিমরন সিং (১৮) এবং শ্রেয়স আইয়ার (২)। তাঁদের ফেরান ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড। আরসিবি দলে হ্যাজেলউড ফেরায় তাদের বোলিং বিভাগকে বাড়তি আত্মবিশ্বাসী মনে হয়েছে। নিজের প্রথম দু-ওভারেই তিনি উইকেট পান। উইকেটকিপার জশ ইংলিশও তাঁর বলে ফেরেন। একটা সময় বেঙ্গালুরুর গতি তারকাদের দাপটে পাঞ্জাব মাত্র ৫০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে।

এরপর আরও এক উইকেটের পতন। সাফল্য পান স্পিনার সুয়াশ শর্মা। শশাঙ্ক সিং (৩) তিনি ফেরান। সেই সময় পাঞ্জাবের রান ৬/৬০। একের পর এক উইকেট হারানোয় ইমপ্যাক্ট সাব হিসেবে নামেন মুশির খান। তবে তিনিও এদিন ব্যর্থ। এক ওভারে জোড়া উইকেট তুলে নেন সুয়াশ। 

এমন ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। যদিও এখান থেকেই একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেন মার্কাস স্টয়নিস। বাধ সাধেন সুয়াশ শর্মা। তাঁর গুগলি বুঝতে না পেরে ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ডাগআউট যাত্রা করেন তিনি। শেষের দিকে আজমতুল্লাহ ওমরজাই (১৮) অপরাজিত না খেললে পাঞ্জাবের রান ১০০ পার হত না। শেষমেশ মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর হ্যাজেলউড এবং সুয়াশের শিকার ৩ উইকেট। যশ দয়াল ২টি, ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড পান ১টি উইকেট। ফাইনালে উঠতে গেলে আরসিবি’র সামনে লক্ষ্য মাত্র ১০২ রান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ