সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে একই দলে খেলতেন দুই ভাই। কিন্তু এখন তাঁদের পথ আলাদা। আর খেলার নিয়ম মেনেই জয়ীর শিরোপা ওঠে এক ভাইয়ের মাথায়, শুকনো মুখে মাঠ ছাড়েন আরেকজন। সোমবারও আবার সেই দৃশ্য দেখল ওয়াংখেড়ে। তবে ক্রিকেটপ্রেমীরা আরও দেখলেন, ম্যাচের লড়াই ভুলে কীভাবে একে অপরকে জড়িয়ে ধরলেন দুই ভাই- হার্দিক (Hardik Pandya) এবং ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)।
সোমবার আরসিবি বনাম মুম্বই (RCB Vs MI) ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন ‘পাণ্ডিয়া ব্রাদার্স’। দুই উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ১৫ বলে ৪২ রান করেন হার্দিক। দাদা ক্রুণালের বলে দুটি ছক্কাও হাঁকান। অন্যদিকে ম্যাচের শেষ ওভারে বল করতে এসে তিন উইকেট তুলে নেন ক্রুণাল। সবমিলিয়ে ৪৫ রান দিয়ে ক্রুণালের সংগ্রহ ৪ উইকেট। স্পিনার হিসাবে শেষ ওভারে বোলিংয়ের চাপ সামলেও দলকে জেতান তিনি। ২০তম ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। শেষ পর্যন্ত ১২ রানে ম্যাচ জেতে দুরন্ত ফর্মে থাকা আরসিবি।
ম্যাচ শেষে ক্রুণালের মুখে উঠে আসে হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। আরসিবি তারকা বলেন, “আমরা জানতাম, আজকে যেকোনও একজন পাণ্ডিয়াই জিতবে। তবে আমাদের দুজনের সম্পর্ক খুব গভীর। একে অপরকে খুব ভালোবাসি, স্নেহ করি। আজ হার্দিক খুব ভালো ব্যাট করেছে। তবে আমিও জিততে চেয়েছিলাম, হার্দিকও জিততে চেয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য ও জিততে পারেনি। ওর খারাপ লাগাটা আমি বুঝি।” ম্যাচের পর দাদা ক্রুণালকে জড়িয়ে ধরেন হার্দিক। দুই ভাইয়ের আলিঙ্গনের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরেই দেখা যায়, মাঠের মধ্যেই আড্ডায় মেতেছেন হার্দিক-ক্রুণাল। ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটিও।
— Gagan (@1no_aalsi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.