ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ারের মেজাজি ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর আইপিএল ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব। তবে, ম্যাচের পর ভাইরাল মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানি। তাঁকে নিয়ে নেটপাড়ায় রীতিমতো মিমের বন্যা।
কেন ভাইরাল তিনি? বাউন্ডারি লাইনে নেহাল বাধেরার সহজ ক্যাচ মিস করেন কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট। ওই সময় বাউন্ডারি লাইনের বাইরে সোফায় বসে ছিলেন নীতা আম্বানি। ক্যাচ মিসের পর তিনি মাথায় হাত দিয়ে এমনভাবে বসে পড়েন যে, মনে হয় মূর্ছা গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স। এই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।
Nita Ambani match harne ke baad
— Meme Dekhooo (@memedekhooo)
এক নেটিজেনের কথায়, ‘আপনি কি মূর্ছা গিয়েছেন ম্যাডাম?’ আর-একজন লেখেন, ‘এত টাকা থাকার পরেও আপনার চিন্তার কারণ কী? ভুল জায়গায় বিনিয়োগ করেছেন নাকি?’ অন্য এক নেট নাগরিকের মশকরা, ‘পরের বছর সম্ভবত শ্রেয়স আইয়ার পাঞ্জাব ছেড়ে মুম্বইয়ে যোগ দেবেন।’
উল্লেখ্য, মাত্র ১৩ রানের মাথায় জীবনদান পান নেহাল। তাঁর সহজ ক্যাচ বাউন্ডারি লাইনে মিস করেন কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট। নকআউট স্টেজে এমন ক্যাচ মিস সব সময়েই ব্যয়বহুল হয়ে যায়। সেই নেহাল ফেরেন ২৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে। অন্যদিকে, ৪১ বলে ৮৭ রানে অপরাজিত থেকে প্রায় একার হাতেই দলকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স। আর এমন আবহে ভাইরাল নীতি আম্বানি।
Nita ambani ke liye ye toh out of syllabus aagya😂
— DEepanshu (@169inMelbourne)
” MI ke haarne ke baad ” kitne din Tak roungi :
Nita Ambani
— Mxf (@MRF_Kohli_18)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.