ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে ম্যাচ হেরে এমনিতেই বিপর্যস্ত লখনউ সুপার জায়ান্টস। তার উপর তাদের ক্রিকেটারের উপর জরিমানার খাঁড়া। পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে আউট করার পর ‘নোটবুক সেলিব্রেশন’-এ মেতে ওঠেন লখনউ স্পিনার দিগ্বেশ সিং রাঠি। এরজন্য তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিসিসিআই দিগ্বেশকে এই শাস্তি দিয়েছে।
পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলের ঘটনা। দিগ্বেশের একটি শর্ট বল দাঁড়িয়ে পুল শট নেওয়ার চেষ্টা করেন প্রিয়াংশ। শার্দূল ঠাকুর মিড-অন থেকে দৌড়ে এসে ক্যাচ তালুবন্দি করেন। ৯ বলে ৮ রান করে আউট হয়ে ফিরেই যাচ্ছিলেন প্রিয়াংশ। তখনই দিগ্বেশ এগিয়ে এসে নোটবুকে কিছু লেখার অভিনয়ে মেতে ওঠেন। ক্রিকেটবিশ্বে যা ‘নোটবুক সেলিব্রেশন’ নামে পরিচিত।
দিগ্বেশের এহেন উদযাপনকে ভালো নজরে দেখা হয়নি। আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে, ‘দিগ্বেশ সিং আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ করেছেন। সেই কারণে ম্যাচ রেফারির শাস্তির সিদ্ধান্ত তাঁকে মেনে নিতে হবে। যা লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে চূড়ান্ত।’ সুনীল গাভাসকর, মহম্মদ কাইফ ধারাভাষ্য দেওয়ার সময় দিগ্বেশের সেলিব্রেশনের সমালোচনা করেন। ঘটনার পর আম্পায়াররাও লখনউ স্পিনারের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে বিরাট কোহলিকে আউট করে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসও একই রকম সেলিব্রেশন করেছিলেন। যদিও বিরাট পরের ম্যাচে তাঁর বিরুদ্ধে ‘মধুর’ প্রতিশোধ নিয়েছিলেন একইভাবে নোটবুক সেলিব্রেশন করেন। প্রিয়াংশকেও কি একইভাবে দিগ্বেশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দেখা যাবে? আপাতত সেটা বুঝতে ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন রয়েছে লখনউ-পাঞ্জাবের সেকেন্ড লেগের ম্যাচ।
DIGVESH RATHI DROPS AN ABSOLUTE BANGER CELEBRATION. 🤣❤️
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.