সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাটা ছিলই। এবার তাতে সিলমোহর পড়ল। শেষমেশ আইপিএলের দ্বিতীয় পর্বে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অজি তারকা মিচেল স্টার্ক এবং ফাফ ডু প্লেসিস। তাঁদের অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা।
ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরোধী হওয়ার পর ১৭ মে থেকে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হতে চলেছে। দিল্লির ম্যাচ রয়েছে ১৮ মে, রবিবার। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফে যাওয়ার জন্য অক্ষর প্যাটেল, কেএল রাহুলদের কাছে এই ম্যাচটার গুরুত্ব বিশাল। তার আগে স্টার্ক এবং ডু প্লেসিসের এহেন সিদ্ধান্ত দিল্লি শিবিরকে যথেষ্ট চিন্তায় রাখবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
স্টার্ক এবং ডু প্লেসিস ধরমশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অংশ নিয়েছিলেন। প্রসঙ্গত, ব্ল্যাক আউটের কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এরপর বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশে ফিরে যান। এই আবহেই শোনা গেল চলতি আইপিএল মরশুমে আর ফিরছেন না স্টার্ক। দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সার্ভিস পাবে না বলে জানা গিয়েছিল। ২৩ বছরের এই ক্রিকেটার ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর জায়গায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাঁকে এনওসি দেয়নি বলে তাঁর দিল্লিতে খেলা নিশ্চিত নয়।
চলতি আইপিএলে ১১টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন স্টার্ক। অন্যদিকে, ৬ ম্যাচে ১৬৮ রান করেছেন ফাফ ডু প্লেসিস। দুই ক্রিকেটার না থাকায় দিল্লি ক্যাপিটালস দল অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আপাতত তাদের সামনে গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। প্লে অফ যেতে গেলে স্টার্ক ছাড়াই তাদের জিততে হবে। এখন দেখার, অস্ট্রেলীয় তারকার শূন্যস্থান পূরণ কে করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.