ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতেও আইপিএলের সূচি বদলাচ্ছে না। বৃহস্পতিবার যথারীতি ধরমশালাতেই মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয়, ওই ম্যাচে ভারতীয় সেনার বীরত্বকে সম্মান জানাতে বিশেষ আয়োজনও করছে বিসিসিআই। আজ সন্ধে সাড়ে ৬টা থেকে ধরমশালার এইচপিএ স্টেডিয়ামে সেনাকে সম্মান জানিয়ে পারফর্ম করবেন বি প্রাক। যাঁর একাধিক দেশাত্মবোধক গান বেশ জনপ্রিয়।
অপারেশন সিঁদুরের সাফল্যের পর যে কোনও সময় প্রত্যাঘাত করতে পারে পাক সেনা। সেই আশঙ্কা থেকে অনেকেই সীমান্তবর্তী ধরমশালা স্টেডিয়ামে ম্যাচ স্থগিত করার দাবি তুলছিলেন। ধরমশালার স্টেডিয়ামটি পাক সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। সেখানে প্রায় ২০ হাজার লোক এত আলো ঝলমলে স্টেডিয়ামে খেলা দেখাটা ঝুঁকিপূর্ণ। তাছাড়া যেভাবে পাকিস্তান বুধবার রাতেই ১৫টি শহর ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা করেছিল, তাতে ধরমশালার মতো জায়গায় ম্যাচ করানোটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।
তবে বিসিসিআই ভয় পাচ্ছে না। ভারতীয় সেনার উপর আস্থা রেখে বোর্ড সূচি মতোই ম্যাচ করানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সন্ধ্যায় বিসিসিআই কর্তারা ধরমশালার ম্যাচ নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকেই ঠিক হয় সূচি মতো ম্যাচে শেষ করা হবে। শুধু তাই নয়, ওই ম্যাচের আগে সেনার বীরত্বকে সম্মান জানানোর জন্য গায়ক বি প্রাকের পারফরম্যান্সের ব্যবস্থা করা হবে। আজ সন্ধে সাড়ে ছটায় ধরমশালার স্টেডিয়ামে বি প্রাক পারফর্ম করবেন। বোর্ডের তরফে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে।
তবে আগামী ১১মে ধরমশালায় পাঞ্জাব বনাম মুম্বইয়ের যে ম্যাচ হওয়ার কথা, সেটা সম্ভবত সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও সেতা নিরাপত্তার কারণে নয়। ধরমশালা এবং পাঞ্জাবের সব বিমানবন্দর বন্ধ থাকায় যাতায়াতের অসুবিধার কথা ভেবে ম্যাচেটি আহমেদাবাদ সরানো হতে পারে বলে খবর। যদিও সেটাও সরকারিভাবে জানায়নি বিসিসিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.