ছবি সিএসকে এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ম্যাচ। তাই এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে অনুশীলনে মগ্ন রবিচন্দ্রন অশ্বিন। আর এই অনুশীলনে স্বাগত জানাল হল এক বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুকে। গুকেশ ডোম্মারাজুকে প্র্যাকটিসের ফাঁকে পেয়ে তো রীতিমতো আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন। ১৮ বছরের এই তরুণকেও বেশ হাসিখুশি দেখা গেল। দুজন একসঙ্গে কয়েক দান দাবাও খেললেন কিছুক্ষণ। যা দেখে আনন্দের রোল উঠল অনুশীলনে।
প্রায় এক দশক পর সিএকে’তে ফিরেছেন অশ্বিন। মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল সিএসকে। অন্যদিকে, গত বছর চিনের ডিং লিরেনকে হারিয়েছিলেন। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসেবে তাঁর প্রচারের আলোয় উঠে আসা। সিএসকে শিবিরে দুজনকে প্রাণখুলে হাসতেও দেখা যায়। পরে সিএসকে জার্সিও উপহার দেওয়া হয় গুকেশকে।
ভারতের তরুণতম গ্রান্ডমাস্টার গুকেশের খেলা ভালো লাগে অশ্বিনের। এ কথা তিনি বলেনও। সিএসকে’র অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে এ নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা, ‘দাবার বিশ্বচ্যাম্পিয়ন। খাঁটি চেন্নাইয়ের ছেলে। প্রতিপক্ষ সেখানে অশ্বিন! চেন্নাই মহাতারকার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি! গুকেশের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হোন!’
World champion of chess! ♟️
A Chennai paiyan at heart! 💛
A sparring with Ashwin! 🦁🤝Introducing Chennai Superstars! Get set to meet Gukesh and his love for the city!🥳🤝
Coming Soon! 📹🔜 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL)
সিএসকে’র খেলা দেখতে ভালোবাসেন গুকেশ। ধোনিরও ফ্যান তিনি। ভেঙেছেন কিংবদন্তি গ্যারি কাসপারভের রেকর্ড। বিশ্বনাথন আনন্দের পর তিনি বিশ্ব খেতাব জয়ী দ্বিতীয় ভারতীয়। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রয়েছেন। ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরার মতো কিংবদন্তিদের সঙ্গে র্যাঙ্কিংয়ে একাসনে চেন্নাইয়ের এই তারকা দাবাড়ু। সম্প্রতি তিরুমালা মন্দিরে গিয়েছিলেন। এর পরপরই তাঁর চিপক ভ্রমণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.