রাজস্থান রয়্যালস ৯০-৯ (লুইস ২৪, মিলার ১৫)
মুম্বই ইন্ডিয়ান্স: ৯৪-২ (ঈশান ৫০, রোহিত শর্মা ২২)
মুম্বই ৮ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2021) তাঁরা পরিচিত লেট ‘রাইজার হিসাবে’। প্রতিবছর শুরুটা খারাপ করেও কোনও এক জাদুমন্ত্রবলে মরশুমের শেষের দিকে দুর্দান্ত খেলে প্লে-অফে চলে যায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবারও কি তেমনই হতে চলেছে? রাজস্থানের বিরুদ্ধে বিশাল জয় দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু আরও একবার প্লে অফের দৌড়ে পুরোপুরি চলে এল। আপাতত পঞ্চম স্থানে থাকলেও চতুর্থ স্থানে থাকা কেকেআরের (KKR) ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাঁরা।
Dominant display from ! 💪 💪
The -led unit seal a comprehensive 8⃣-wicket win and registered their 6⃣th win of the . 👏 👏
Scorecard 👉
— IndianPremierLeague (@IPL)
এদিন শারজায় টস জিতে রাজস্থানকে ব্যাটিং করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বোলাররা তাঁকে হতাশ করেননি। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান (Rajasthan Royals)। ২০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ৯০ রান তোলে তাঁরা। দলের মাত্র ৪ জন ব্যাটসম্যান দুই সংখ্যায় রান করেন। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন লুইস। মুম্বইয়ের হয়ে চার উইকেট পান কুল্টার-নাইল। ৩ উইকেট পান নিশাম। ২ উইকেট পান বুমরাহ।
টার্গেট ছিল ছোট। সুতরাং নিজেদের ধুঁকতে থাকা নেট রান রেট (Net Run Rate) এদিন শুধরে নেওয়ার চেষ্টা করল মুম্বই। সেজন্যই শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে মুম্বই। এদিন ওপেন করতে এসে ফর্মে ফেরেন ঈশান কিষাণ। মাত্র ২৫ বলে ৫০ রান করেন তিনি। ১৩ বলে ২২ করেন রোহিত। দুই ওপেনারের বিস্ফোরক ইনিংসে মাত্র ৮.২ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই।
এই জয়ের ফলে প্লে-অফের দৌড়ে ভালমতো থেকে গেল মুম্বই। আপাতত তাঁরা পয়েন্ট টেবিলে পঞ্চম। সমান পয়েন্ট নিয়ে কলকাতা ৪ নম্বরে। তবে, দুই দলের নেট রান রেটে এখনও অনেকটা অন্তর রয়ে গিয়েছে। সেক্ষেত্র কলকাতা যদি শেষ ম্যাচ জেতে, তাহলে মুম্বইকে আজকের মতোই বিরাট ব্যবধানে জিততে হবে নিজেদের শেষ ম্যাচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.