Advertisement
Advertisement
Mumbai Indians

বাড়তি সুবিধা কেন পাবে মুম্বই ইন্ডিয়ান্স? আইপিএলের সূচি প্রকাশের আগেই ক্ষোভ অন্য দলগুলির

কেন এই অভিযোগ দলগুলির?

IPL 15: Franchises expresses reservation about playing Mumbai Indians at Wankhede Stadium | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 24, 2022 3:36 pm
  • Updated:March 21, 2022 12:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2022) চূড়ান্ত সূচি এখনও প্রকাশ হয়নি। আগেভাগেই সম্ভাব্য সূচি নিয়ে আপত্তি জানাল ফ্র্যাঞ্চাইজিগুলি। অধিকাংশ ফ্র্যাঞ্জাইজির দাবি, আইপিএল নিয়ে যে পরিকল্পনা বিসিসিআই করছে, তাতে বাড়তি সুবিধা পেয়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে এ নিয়ে আপত্তিও জানিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। দাবি সূত্রের।

Advertisement

IPL 15: Franchises expresses reservation about playing Mumbai Indians at Wankhede Stadium

আইপিএলের সূচি ঘোষিত না হলেও গতকাল এক প্রথম সারির ক্রিকেট ওয়েবসাইট দাবি করেছে, মেগা টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ খেলা হবে মুম্বইয়ে। বাকি ১৫টি ম্যাচ হবে পুণেতে। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডি ওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে ৫৫টি ম্যাচ খেলানো হবে। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৪টি করে ম্যাচ খেলবে।

[আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ নামছে চোট আঘাতে জর্জরিত ভারত, একাধিক রেকর্ডের সামনে রোহিত]

টুর্নামেন্টের শেষ ১৫টি ম্যাচ খেলা হবে পুণেতে। পুণেতে ৩টি করে ম্যাচ খেলবে সবক’টি দল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টুর্নামেন্ট শুরু হতে পারে ২৬ বা ২৭ মার্চ। আইপিএল গভর্নিং কমিটি চাইছে ২৭ মার্চ রবিবার টুর্নামেন্ট শুরু হোক। কিন্তু সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস চাইছে আইপিএল শুরু হোক ২৬ মার্চ শনিবার। তাহলে রবিবার ডাবল হেডার দিয়ে টুর্নামেন্ট সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দেওয়া যাবে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। সূত্রের খবর, আইপিএল শেষ হতে পারে আগামী ২৯ মে। যদিও কোন মাঠে ফাইনাল খেলা হবে, সেটা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: ফের একসঙ্গে খেলতে পারে জোড়া ভারতীয় দল! রোহিতদের ক্রীড়াসূচি নিয়ে প্রশ্ন]

কিন্তু এই সম্ভাব্য সূচি নিয়েই আপত্তি বেশ কয়েকটি দলের। তাঁদের দাবি, মুম্বই ইন্ডিয়ান্স এমনিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলে। অন্য দলগুলি নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারছে না। সেখানে মুম্বই কেন ওয়াংখেড়েতে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে? প্রশ্ন তুলছে বাকি দলগুলি। ইতিমধ্যেই অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি এ নিয়ে বোর্ডের (BCCI) দৃষ্টি আকর্ষণ করেছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি। ফ্র্যাঞ্চাইজিগুলি বলছে, মুম্বইয়ের ম্যাচগুলি ওয়াংখেড়ে থেকে সরাতে হবে। মুম্বইয়ের অন্য মাঠে খেলাগুলি হলেও তাতে আপত্তি নেই তাঁদের। তবে ওয়াংখেড়ে থেকে সরাতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ