সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে নিজের সেরাটা উজার করে দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। ১৯ রানে তুলে নেন ৬টি উইকেট। এটাই তাঁর ওয়ানডে কেরিয়ারের সফলতম ইনিংস। আর সেই সৌজন্য়েই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় আরও একবার শীর্ষস্থানটি দখল করলেন ভারতীয় পেসার।
টানা দু’বছর ওয়ানডে ক্রিকেটে বোলারদের সারিতে এক নম্বর জায়গাটি ধরে রেখেছিলেন বুমরাহ। একমাত্র পেসার হিসেবে ৭৩০ দিন শীর্ষে থাকার নজির গড়েছিলেন তিনি। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় তারকাকে সরিয়ে সে স্থান দখল করেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। টেস্টে আবার নিজের তিন নম্বর স্থানটি ধরে রেখেছেন তিনি। তবে তাঁর ঠিক উপরে দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। যদিও টি-টোয়েন্টিতে প্রথম দশে নেই বুমরাহ। ছোট ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর কুমার। আট নম্বরে তিনি।
তবে লাগাতার ব্যর্থতা সত্ত্বেও আইসিসি (ICC) ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বরেই রয়েছেন বিরাট কোহলি। এক পয়েন্ট কম থাকায় চার নম্বরে রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ক্রিকেটে আগের মতোই প্রথম দশের মধ্যে পাঁচে রয়েছেন ঋষভ পন্থ ও নয় নম্বরে রোহিত। তবে সকলকে চমকে দিয়ে ৪৪ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকে পড়েছেন সূর্যকুমার যাদব। ৭৩২ নম্বর নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। আরও মজার বিষয় হল ব্যাটারদের তালিকার প্রথম দশে ভারতীয় হিসেবে ঠাঁই পেয়েছেন একমাত্র সূর্যকুমারই। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকানোরই পুরস্কার পেলেন তিনি।
A huge climb for Suryakumar Yadav in T20I cricket, as Dimuth Karunaratne reaches a career-high ranking on the Test scene!
More on the latest rankings 📈
— ICC (@ICC)
তবে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম দশ অলরাউন্ডারের মধ্যে কোনও ভারতীয় নেই। কিন্তু টেস্টে এই তালিকায় প্রথম দু’জনই ভারতীয়। এক নম্বরে রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় স্থানে অশ্বিন। এদিকে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ফের বিশ্ব ক্রিকেটে দাপট দেখাল ভারত। ওয়ানডে দল হিসেবে পাকিস্তানকে পিছনে ফেলে তিনে উঠে এসেছেন রোহিত শর্মারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.