Advertisement
Advertisement
IND VS ENG

ওভালে গোলাপি জার্সিতে হাজির ভারত আর্মি, টেস্ট দেখতে দেখতেই সচেতনতার বার্তা

স্টেডিয়ামের ৭নং ব্লকে গোলাপি জার্সিতে দেখা গিয়েছে তাঁদের।

Indian Army appears in pink jersey at Oval, sends a message of awareness while watching the Test

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:August 2, 2025 4:45 pm
  • Updated:August 2, 2025 4:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করতে তাদের জুড়ি মেলা ভার। তারাই দলের দ্বাদশ ব্যক্তি। বিশ্বের যেখানেই ভারত খেলে, গ্যালারিতে হাজির থেকে গলা ফাটান ‘ভারত আর্মি’র সদস্যরা। শনিবার তাঁদের দেখা গেল গোলাপি জার্সি পরে ওভালের গ্যালারিতে হাজির হয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারত আর্মির সদস্যরা?

Advertisement

জানা গিয়েছে, ২ আগস্ট ‘পিঙ্ক ডে’ পালন করছে তারা। ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই তাদের লক্ষ্য। ইংল্যান্ডের লিম্ফোমা অ্যাকশন সংস্থার সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনা করেছে ভারত আর্মি। উল্লেখ্য, ক্যানসার আক্রান্তদের নিয়ে কাজ করে ওই সংস্থা।

ওভাল টেস্টের তৃতীয় দিন স্টেডিয়ামের ৭নং ব্লকে গোলাপি জার্সিতে দেখা গিয়েছে তাঁদের। ভারত আর্মির সদস্যদের হাতে ছিল নানান পোস্টার, ব্যানার। সেখানে ক্যানসার নিয়ে সচেতনতামূলক নানান কথা লেখা ছিল। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির জন্য গোলাপি জার্সি গায়ে মাঠে নামে। এই গোলাপি জার্সি পরার প্রচলন তারা ২০১৩ সালে শুরু করেছিল।

ভারত আর্মির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে লিম্ফোমা অ্যাকশন। সোশাল মিডিয়ায় তারা লিখেছে, “আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এই রোগে আক্রান্ত কেউ যেন নিজেদের একা না ভাবে। এই উদ্যোগে আমরা ভারত আর্মিকে পাশে পেয়েছি।” ভারত আর্মির প্রতিষ্ঠাতা রাকেশ প্যাটেল বলেন, “ক্রিকেট মানুষকে একত্রিত করে। পিঙ্ক ডে সেই ঐক্যের প্রতীক। লিম্ফোমা অ্যাকশনকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ