Advertisement
Advertisement
India vs West Indies

যশস্বী-রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের, হেরেও মন জিতল লড়াকু ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ জিতল ভারত।

India wins 2-0 against West Indies, KL Rahul hits fifty
Published by: Anwesha Adhikary
  • Posted:October 14, 2025 10:31 am
  • Updated:October 14, 2025 10:55 am   

ভারত প্রথম ইনিংস: ৫১৮/৫ ডিঃ (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৩/৯৮)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৪৮ (অ্যাথানিজ ৪১, কুলদীপ ৫/৮২, জাদেজা ৩/৪৬)ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৩৯০ (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, বুমরাহ ৩/৪৪, কুলদীপ ৩/১০৪)ভারত দ্বিতীয় ইনিংস: ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯, চেজ ২/৩৬)
৭ উইকেটে জয়ী ভারত

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সিরিজ জিতবে, একথা জানাই ছিল। কিন্তু সিরিজ জিততে যে এভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুভমান গিলদের, সেটা সম্ভবত ক্রিকেটবোদ্ধাদের কেউই আন্দাজ করতে পারেননি। জন ক্যাম্পবেল-শাই হোপদের ওয়েস্ট ইন্ডিজ যে ভারতের চাপানো ফলো অন সামলে দেবে, ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করত নামাবে, এত বড় ভবিষ্যদ্বাণীও কেউ করেননি। ভারত শেষ পর্যন্ত ম্যাচ আর সিরিজ জিতল ঠিকই, তবে ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কাটল ক্যারিবিয়ানদের মরণপণ লড়াই।

ঘরের মাঠে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমেছেন শুভমান। তাঁর অধিনায়কত্বে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেড কার্যত উড়ে যায়। মাত্র আড়াই দিনে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও সেই একইভাবে শেষ হবে বলে ধরে নিয়েছিল ক্রিকেটমহল। তাই তো টেস্ট ম্যাচের থেকেও বেশি ভিড় জমেছিল মুম্বইয়ে রোহিত শর্মার অনুশীলন দেখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অন্যরকম ভেবেছিলেন। টসের সময়েই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছেন, ৯০ ওভার ব্যাট করাই তাঁর লক্ষ্য। ম্যাচ শেষে স্কোরকার্ড বলছে, দুই ইনিংস মিলিয়ে প্রায় ২০০ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটা কি নৈতিক জয়ের থেকে কম কিছু?  

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫১৮ রান তোলেন শুভমান গিলরা। জবাবে ২৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবীয় ব্রিগেড। জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেট দেন রস্টন চেজরা।

রান তাড়া করতে নেমেও তিন উইকেট খুইয়েছে ভারত। শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে হাফসেঞ্চুরি করে ভারতকে জেতান কে এল রাহুল। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সবচেয়ে বেশি ২১৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল। সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তাঁর ঝুলিতে ১২ উইকেট। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ভারতকে ভোগাল, তাতে কি প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে চিন্তার ভাঁজ বাড়াবে না গৌতম গম্ভীরের কপালে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ