Advertisement
Advertisement

Breaking News

India vs England

দুই সিদ্ধান্ত ভারতের পক্ষে, বাংলাদেশের আম্পায়ারের ভূমিকায় ফুঁসছেন ইংল্যান্ড পেসার

সরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা পেয়েছেন।

India vs England: Umpiring decisions cost England dear, bemoans grumpy Chris Woakes
Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2025 12:51 pm
  • Updated:July 3, 2025 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর এমসিজিতে বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচে যশস্বী জয়সওয়ালকে বিতর্কিত সিদ্ধান্তে আউট দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সে সময় ভারতীয় সমর্থকদের চক্ষুশূল হতে হয়েছিল বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহিদকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সরফুদ্দৌলাই যেন ‘দেবদূত’। তাঁর নেওয়া দুটি সিদ্ধান্ত গেল ভারতের পক্ষে। আর তাতে হতাশায়-ক্ষোভে ফুঁসছেন ইংরেজ পেসার ক্রিস ওকস।

ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্টে দুটি তুল্যমূল্য এলবিডাব্লুউ সিদ্ধান্ত ভারতের পক্ষে দিয়েছেন সরফুদ্দৌলা। প্রথমটি যশস্বী জয়সওয়ালের এবং দ্বিতীয়টি করুণ নায়ারের। দুই ক্ষেত্রেই রিভিউ নিয়েছিল ইংল্যান্ড। দুই ক্ষেত্রেই আম্পায়ার্স কলের নিরিখে সিদ্ধান্ত গিয়েছে ভারতের পক্ষে। ঘটনাচক্রে দুই ক্ষেত্রেই বোলার ছিলেন ক্রিস ওকস। ওই দুটি সিদ্ধান্ত ইংল্যান্ডের পক্ষে গেলে ভারত হয়তো আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ত। ক্রিস ওকস আরও দুটি উইকেট পেতেন।

স্বাভাবিকভাবেই হতাশ ওকস। তিনি সেই হতাশা গোপনও করেননি। ইংরেজ পেসার বলছেন, “এটা খুবই হতাশাজনক। অনেক সিদ্ধান্ত হয়তো আমাদের পক্ষে যেতে পারত। কিন্তু সেগুলি আমাদের প্রতিপক্ষের দিকে গিয়েছে। কী আর করা যাবে, এগুলো নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়।” অর্থাৎ সরফুদ্দৌলার দেওয়া ওই দুই সিদ্ধান্ত যে তাঁর পছন্দ হয়নি, সেটা স্পষ্ট করে দিয়েছেন ওকস।

সরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নেন গত বছরের মার্চে। এর পর থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, বোর্ডার–গাভাস্কার ট্রফি-সহ প্রায় সব বড় প্রতিযোগিতায় আম্পায়ারিং করেছেন। তবে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই একাধিক বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement