Advertisement
Advertisement
India vs England

এজবাস্টনেও টস জিতল ইংল্যান্ড, ভারতীয় দলে ৩ বদল, খেলছেন বুমরাহ?

কারা এলেন প্রথম একাদশে?

India vs England: Jasprit Bumrah rested, England won the toss again
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2025 3:08 pm
  • Updated:July 2, 2025 3:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলির পর এজবাস্টন। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দু’ম্যাচেই টস হারলেন শুভমান গিল। ইংল্যান্ড টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রথম টেস্টের মতোই ভারত আগে ব্যাট করবে। বার্মিংহামের মেঘলা পরিবেশে নতুন বলের সুইং সামলানোটা রীতিমতো চ্যালেঞ্জের কাজ হতে চলেছে কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালদের জন্য।

Advertisement

ভারতীয় দলে তিন পরিবর্তন করেছে ম্যানেজমেন্ট। প্রত্যাশিতভাবেই এই ম্যাচে খেলছেন না জশপ্রীত বুমরাহ। টিম ইন্ডিয়ার এক নম্বর পেসারকে গোটা সিরিজে মাত্র ৩ ম্যাচে পাওয়া যাবে। প্রথম ম্যাচে খেলানোর পর দ্বিতীয় ম্যাচেও তাঁকে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল। সমর্থক ও প্রাক্তনীদের একটা অংশ চাইছিল, সিরিজে যেহেতু ভারত পিছিয়ে তাই শুক্রবার খেলিয়ে দেওয়া হোক টিম ইন্ডিয়ার ‘ব্রহ্মাস্ত্র’কে। কিন্তু বুমরাহর ওয়ার্কলোডের কথা ভেবে এই টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

বুমরাহর জায়গায় খেলবেন আকাশদীপ। চোটের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তিনি। অজি সফরের পর চোটের জন্য বাইরে চলে যেতে হয়েছিল। তবে এখন আকাশদীপ পুরোপুরি ফিট। দেশের হয়ে সাত ম্যাচে খেলা আকাশদীপের কাঁধেই বুমরাহর জুতোতে পা গলানোর দায়িত্ব। এদিকে সাই সুদর্শনের জায়গায় দলে এলেন নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের জায়গায় এলেন ওয়াশিংটন সুন্দর। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলাতে খেললেও সুযোগ পেলেন না কুলদীপ যাদব।

লিডসে পরাজয়ের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচের পাঁচদিনই কমবেশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। ঢাকা পিচ, নতুন বল এবং মেঘলা আকাশে বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা সামাল দিতে হিমশিম খেতে হতে পারে ভারতের টপ অর্ডারকে। যদিও দ্বিতীয় ব্যাট করা দল এজবাস্টনে শেষ চারটি টেস্টের প্রতিটিতেই জিতেছে।

ভারতের প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ