ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টন টেস্টে নতুন বিতর্ক। আর তা হল মাঠের দৈর্ঘ্য। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ইংরেজ পেসার স্টিভেন ফিন। সোশাল মিডিয়ায় নেটিজেনরা দ্বিতীয় টেস্ট শুরু হতেই এজবাস্টনে ‘তুলনামূলক ছোট’ বাউন্ডারি নিয়ে আলোকপাত করেছিলেন। তাছাড়াও, ক্যামেরায় দেখা গিয়েছে বাউন্ডারির দৈর্ঘ্য অনেকটাই ছোট। এখান থেকেই প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের দাবি, বাজবলের প্রভাবে যাতে আরও বেশি রান তোলা যায় সেই কারণে বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করে দেওয়া হয়েছে।
ফিন বিবিসি’কে বলেন, “আমরা এজবাস্টনে দাঁড়িয়ে। এখন আমরা বাউন্ডারি লাইনের সামনে। কিন্তু যা দেখছি তা হল, সাধারণত আমরা টেস্ট ম্যাচে যা দেখি তার থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বাউন্ডারি। ইংল্যান্ড তো দেখছি টসে জিতে বোলিং করছে। অর্থাৎ, তারা চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার নীতি নিয়েছে। বাউন্ডারির দৈর্ঘ্য ছোট হওয়ায় এক্ষেত্রে সুবিধা পেতে পারে ইংল্যান্ড। সেই কারণেই হয়তো বাউন্ডারি ছোট করে দেওয়া হয়েছে।”
আইসিসি’র নিয়ম, বাউন্ডারির দৈর্ঘ্য হতে হবে ৫৯-৯০ মিটার পর্যন্ত। এজবাস্টনে উইকেটের সোজা বাউন্ডারির দৈর্ঘ্য মোটে ৬০ মিটার। কিন্তু দীর্ঘতম দূরত্বও খুব বেশি নয়, মাত্র ৬৫ মিটার। অনেকেই মনে করছেন, কমপক্ষে ৫ থেকে ১০ মিটার কম করে দেওয়া হয়েছে বাউন্ডারি। অনেকে তো আবার বলছেন, টিম ইন্ডিয়ার স্পিন অস্ত্র ভোঁতা করে দেওয়ার লক্ষ্যেই বেন স্টোকসদের এই পরিকল্পনা। কিন্তু ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তো মনে হচ্ছে মাঠের দৈর্ঘ্য ছোট হওয়ার ফায়দা তুলছেন শুভমানরা। নিজেদের সুবিধা করতে গিয়ে কি বিপাকে ইংল্যান্ডই?
২০১৯ সালের বিশ্বকাপে বাউন্ডারি লাইন ছোট করে দেওয়ার অভিযোগ উঠেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। উল্লেখ্য, এজবাস্টন টেস্টে বড় ইনিংসের পথে ভারত। একেবারে ধ্রুপদী ইনিংস খেলে অধিনায়ক শুভমান গিল ৩১১ বলে দ্বিশতরান করেন। এর আগে যশস্বী জয়সওয়াল ৮৭ এবং রবীন্দ্র জাদেজা ৮৯ রানে সাজঘরে ফেরেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.