Advertisement
Advertisement
Ravi Shastri

৩-০-তে এগিয়ে থাকা উচিত ছিল ভারতের, কোথায় খামতি, দেখিয়ে দিলেন শাস্ত্রী

কী বলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ?

India should have been 3-0 up, says Ravi Shastri
Published by: Prasenjit Dutta
  • Posted:July 16, 2025 4:32 pm
  • Updated:July 16, 2025 4:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের কাছে মাত্র ২২ রানে হার স্বীকার হয়েছে শুভমানদের। তৃতীয় টেস্টে পরাজয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। যদিও ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, ভাগ্যের সহায়তা পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকত ভারত।

Advertisement

শাস্ত্রী বলেন, “ভারত যদি কিছুটা ভাগ্যের সহায়তা পেত, তাহলে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকত ভারত। লর্ডস টেস্টের মোড় ঘরানো মুহূর্ত ঋষভ পন্থের আউট। বেন স্টোকস উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে। বলটা অসাধারণ থ্রো করেছে। পন্থ ওই সময় আউট না হলে ভারত প্রথম ইনিংসে এগিয়ে গিয়ে অ্যাডভান্টেজ পেতে পারত। কারণ ভারত সেই সময় চালকের আসনে ছিল।”

তাছাড়াও রবি শাস্ত্রী উল্লেখ করেছেন দ্বিতীয় ইনিংসে করুণ নায়ারের আউটের কথা। তাঁর সংযোজন, “একটা সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৪১। ব্রাইডন কার্সের বল ছেড়ে দিয়ে লেগবিফোর হয় করুণ। মনঃসংযোগের ব্যাঘাত ঘটেছিল। এর পরেই প্রবলভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। দিনের শেষে করুণের আউটটাই ম‌্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “জাদেজা, বুমরাহ এবং সিরাজ যখন ব‌্যাট করছিল, বল কিন্তু তখনই বেশ পুরনো হয়ে গিয়েছিল। তখন কিন্তু বল তেমন কিছু জাদু দেখায়নি। ওরা দুরান্ত ডিফেন্স করেছে। কিন্তু মাত্র ২২ রানের হেরে গেল ভারত। যদিও এই তিনজনেরই প্রশংসা করতে চাই। ওরা যদি আরও একটু মানসিক দৃঢ়তার পরিচয় দিত, তাহলে ম্যাচটা জিতে ফিরতে পারতাম।” ইংল্যান্ডের প্রশংসাও করেন তিনি। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ