Advertisement
Advertisement
IND VS PAK

ক্রিকেট ময়দানে ফের ভারত-পাকিস্তান, কবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ?

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এজবাস্টনে, ২ আগস্ট।

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 17, 2025 7:42 pm
  • Updated:July 17, 2025 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকে কাঠি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস প্রতিযোগিতার। আগামী দু’সপ্তাহ ধরে কিংবদন্তি ক্রিকেটাররা আবার মাতাতে চলেছেন ক্রিকেট ময়দান। শুক্রবার, ১৮ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং পাকিস্তান। ইন্ডিয়া চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন যুবরাজ সিং। তাঁর নেতৃত্বেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে দ্বৈরথে নামবে ভারত। 

Advertisement

গত বছর পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এ বছর বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে। এই তালিকায় স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছেন। তাছাড়াও দলে রয়েছেন ইরফান পাঠান, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পাদের মতো ক্রিকেটার। ভারতের প্রথম ম্যাচ ২০ জুলাই, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে।

পাকিস্তান চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিতে দেখা যাবে শাহিদ আফ্রিদিকে। এ বছর সরফরাজ খান, সাঈদ আজমল, সোহেল খান এবং আমির ইয়ামিনের মতো ক্রিকেটারদের যোগদান পাকিস্তান দলকে আরও শক্তিশালী করেছে। গত বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত ট্রফি জিতলেও লিগ পর্বে কিন্তু ৬৮ রানে হেরে গিয়েছিল।

এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০ জুলাই পাকিস্তান ম্যাচের পর ২২ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন যুবরাজরা। এরপর ভারতের ম্যাচ ২৬, ২৭ এবং ২৯ জুলাই। প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’টি সেমিফাইনাল আয়োজিত হবে ৩১ জুলাই। ছয় দেশীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এজবাস্টনে, ২ আগস্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement