Advertisement
Advertisement
Volleyball

এবার ভলিবলেও পাকিস্তানকে ‘বয়কট’ ভারতের, পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রতিবাদে ইসলামাবাদ যাবে না দল

খেলার মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে পালটা আঘাত হানছে ভারত।

India boycotts Pakistan in volleyball in protest against pahalgam terror attack

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 27, 2025 8:16 pm
  • Updated:April 27, 2025 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের ঘটনার আঁচ এবার ভলিবলেও। ইসলামাবাদে আয়োজিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় ভবিবল সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

২৮ মে থেকে ৪ জুন ভলিবলের প্রতিযোগিতাটি চলার কথা। ক’দিন আগে অবশ্য এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে রাজিও হয়েছিল ভারত। সেই মতো ২২ জন খেলোয়াড় ও ৮ জন সাপোর্ট স্টাফ-সহ ৩০ সদস্যের দলের তালিকাও পাঠানো হয়েছিল পাকিস্তানের ভলিবল ফেডারেশনের কাছে।

যদিও পহেলগাঁওয়ের নির্মম ঘটনার পর সিদ্ধান্ত বদল করল ভারতীয় ভলিবল সংস্থা। সুতরাং, ইসলামাবাদের লিয়াকত জিমনাশিয়ামে আয়োজিত টুর্নামেন্টে ভারতকে আর দেখা যাবে না। আয়োজক পাকিস্তান ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেবে ইরান, কিরগিজস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান উজবেকিস্তান।

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেওয়ার উচিত বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সুর চড়িয়েছিল বিসিসিআইও। সূত্রের খবর, পাকিস্তানের সঙ্গে না খেলার ব্যাপারে আইসিসি’র দ্বারস্থ হতে পারে ভারতীয় বোর্ড। এমনকী, বিশ্বকাপেও যেন ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়, এই মর্মে আইসিসি’র কাছে আবেদন জানাতে পারে বিসিসিআই। অন্যদিকে, হকিতেও ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত। সব মিলিয়ে এভাবেই খেলার মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে পালটা আঘাত হানছে ভারত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement