Advertisement
Advertisement
IND vs WI

আড়াইয়ের বদলে দ্বিতীয় টেস্ট পাঁচদিনে টানল ওয়েস্ট ইন্ডিজ, মঙ্গল সকালে ভারতের জয় সময়ের অপেক্ষা

দিল্লির 'মরা' পিচে ক্যারিবিয়ানরা লড়াই করলেও প্রশ্ন উঠবে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে।

IND vs WI: India Cricket Team can win second test in fifth day
Published by: Arpan Das
  • Posted:October 13, 2025 5:01 pm
  • Updated:October 13, 2025 5:23 pm   

প্রথম ইনিংস
ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭৫, শুভমান ১২৯*, ওয়ারিকান ৯৮/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ (আথানাজে ৪১, হোপ ৩৬, কুলদীপ ৮২/৫, জাদেজা ৪৬/৩)

Advertisement

দ্বিতীয় ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯০ ফলো-অন (ক্যাম্পবেল ১১৫, হোপ ১০৩, কুলদীপ ১০৪/৩, বুমরাহ ৪৪/৩)
ভারত: ৬৩/১ (সুদর্শন ৩০*, ওয়ারিকান ১৫/১)
পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য ৫৮ রান দরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে আড়াই দিনে উড়িয়ে দিয়েছিল ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে অবশ্য ততটাও দুরবস্থা হল না ক্যারিবিয়ানদের। বরং ভারতের মাটিতেই মহাশক্তিধর দলের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করলেন শাই হোপসরা। তবে সেটা শুধুমাত্র ম্যাচ পঞ্চম দিনে টানার জন্য। মঙ্গলবার সকালে ভারতের জয় সময়ের অপেক্ষা মাত্র। ১২১ রান তাড়া করতে নেমে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। জিততে দরকার মাত্র ৫৮ রান। এই ম্যাচ জিতলে ২ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করবেন শুভমান গিলরা।

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১৭৩। অপরাজিত থাকা জন ক্যাম্পবেল এবং শাই হোপ চতুর্থ দিনের শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন। বুমরাহ, সিরাজ, জাদেজাদের ভালোই সামলাচ্ছিলেন তাঁরা। ক্যাম্পবেলকে ফেরান রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ান ওপেনারের ১৯৯ বলে ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার, ৩টি বিশাল ছক্কা দিয়ে। অন্যদিকে শাই হোপও লড়াই চালিয়ে যান। মহম্মদ সিরাজ তাঁকে ১০৩ রানে আউট করেন। শেষবেলায় মাটি কামড়ে পড়েছিলেন জাস্টিন গ্রিভস। তিনিও হাফসেঞ্চুরি আদায় করে নেন। জেডন সিলস করেন ৩২ রান। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। শেষ পর্যন্ত ফলোঅনের গেরো কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩৯০ রান করে। ভারতের জন্য লক্ষ্য রাখে ১২১ রানের।

চতুর্থ দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন যশস্বী জয়সওয়াল। অপরাজিত আছেন কেএল রাহুল (২৫) ও সাই সুদর্শন (৩০)। পঞ্চম দিনে ম্যাচ ও সিরিজ জিততে ভারতের প্রয়োজন ৫৮ রান। সেই রানটা তুলতে বেশিক্ষণ সময় লাগার কথা নয়। তবে প্রশ্ন উঠবে ভারতের স্ট্র্যাটেজি নিয়ে। আদৌ কি ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করানোর সিদ্ধান্ত সঠিক ছিল? ভারতীয় বোলাররা প্রায় টানা আড়াই দিন বল করলেন। ক্লান্তি একটা সমস্যা হতে পারে। আবার অনেকে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅনে পাঠানো ‘ঔদ্ধত্যের’ পরিচয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত ৫ উইকেটে ৫১৮ রান করে ডিক্লেয়ার করে। জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস ২৪৮ রানে শেষ হয়ে যায়। ফলোঅন করার পর তারা ৩৯০ রান করে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ