সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। শেষ পর্যন্ত ১৭৫ রানে আউট হন। শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে যশস্বী ২০০ করতে পারতেন বলেও মনে করা হচ্ছে। তবে তিনি যেভাবে ক্যারিবিয়ান বোলারদের শাসন করে গেলেন, তাতে মুগ্ধ স্বয়ং ব্রায়ান লারাও।
২৪ বছর বয়স হওয়ার আগেই টেস্টে ৭টি সেঞ্চুরি হয়ে গিয়েছে যশস্বীর। এই নজির রয়েছে বিশ্বে মাত্র তিন ক্রিকেটারের। ব্র্যাডম্যান, শচীন ছাড়াও ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্সের নামও রয়েছে এই তালিকায়। হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৬৩ বল নেন তিনি। এই ম্যাচে ৩,০০০ আন্তর্জাতিক রানও পূর্ণ করেছে যশস্বী। ২০২৩ সালে অ্যাওয়ে সিরিজে ক্যারিবীয় ব্রিগেডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি।
দিল্লিতে ম্যাচের দ্বিতীয় দিনের পর তাঁর সঙ্গে সাক্ষাৎ আরেক ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার। মজা করে তিনি যশস্বীকে বলেন, “আমাদের বোলারদের এত মেরো না।” তারপর বুকে জড়িয়ে ধরেন। পরে বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী বলেন, “আমি সবার আগে দলকে রাখি। কীভাবে খেললে দলের সুবিধা হবে, সেটা আমার কাছে সবার আগে। তাই সবসময় ভাবি যদি আমি ওই পরিস্থিতিতে থাকতাম, তাহলে কীভাবে খেলতাম, উইকেট কীরকম। চেষ্টা করি, যতক্ষণ সম্ভব ব্যাট করার। তাই প্রত্যেকবার চেষ্টা করি বড় রান করার।”
যশস্বী যে ‘দলকে’ আগে রাখেন, তা দ্বিতীয় দিনে স্পষ্ট করে দিয়েছেন। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেও কাউকে দায়ী করেননি তিনি। বরং বলেন, “এটা খেলারই অঙ্গ। এমনটা হতেই পারে।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.