প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভেন্যু বিতর্ক ভারতীয় ক্রিকেটে? আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। এহেন পরিস্থিতিতে আবারও টিম ইন্ডিয়ার ম্যাচের স্টেডিয়াম পরিবর্তন করল বিসিসিআই। ঘটনাচক্রে এবারের রদবদলেও জড়িয়ে রয়েছে ইডেন।
সোমবার বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়, ভারতীয় পুরুষ এবং মহিলা দলের ম্যাচগুলির ভেন্যু কিছুটা বদল করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত, সেই নিয়ে বোর্ডের বিবৃতিতে আলাদা করে কিছু বলা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট রয়েছে শুভমান গিলদের। সেই ম্যাচটি খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু প্রাথমিকভাবে ম্যাচটি ইডেনে হওয়ার কথা ছিল। তার পরিবর্তে ১৪ থেকে ১৮ নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে ইডেনে।
উল্লেখ্য, নভেম্বর মাসে দিল্লিতে টেস্ট আয়োজনের সূচি দেখেই প্রশ্ন উঠেছিল ক্রিকেটমহলে। কারণ ওই সময় প্রতি বছরই দিল্লিতে দূষণ ব্যাপক আকার নেয়। বিশেষ করে দীপাবলির পর দিল্লির বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেড়ে যায়। অতীতে বিশ্বকাপের ম্যাচের অনুশীলনও দূষণের জন্য বাতিল করতে হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সাফ জানান, দিল্লিতে প্রত্যেক বছর মোটেই এমন সমস্যা দেখা যায় না।
কিন্তু শেষ পর্যন্ত সেই দূষণের কথা মাথায় রেখেই দিল্লি থেকে শীতকালের যাবতীয় ম্যাচ সরিয়ে দিয়েছে বিসিসিআই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, সদ্যসমাপ্ত আইপিএলেই ভেন্যু বদল ঘিরে তোপের মুখে পড়েছিল বোর্ড। বৃষ্টির অজুহাত দিয়ে ইডেন থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার চলাকালীন ঝেঁপে বৃষ্টি আসে। সেভাবেই দূষণের জন্য যেন বোর্ডের মুখ না পোড়ে, সম্ভবত সেকারণেই ভারতীয় দলের ভেন্যু বদলের সিদ্ধান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.