Advertisement
Advertisement
IND vs PAK

‘বুমরাহকে ছক্কা মারবে’, পাক ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী ব্যর্থ হতেই ট্রোলড ‘ঘণ্টে কা প্রিন্স’ আয়ুব

হার্দিক পাণ্ডিয়ার বলে শূন্যে আউট হন তিনি।

IND vs PAK: Saim Ayub trolled after Pak cricketer's prediction of 'Bumrah will be hit for a six' fails

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 15, 2025 12:54 pm
  • Updated:September 15, 2025 10:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নাকি ছক্কা মারবেন তিনি। ভারতীয় পেসারের বলে ৬টি ছক্কা হাঁকানোর ক্ষমতা রয়েছে সাইম আয়ুব। এশিয়া কাপের আগে এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তানভীর আহমেদ। বাস্তবে দেখা গেল পাক ক্রিকেটারের সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। এমনকী বুমরাহর মুখোমুখি হওয়ার সুযোগটুকুও পাননি আইয়ুব। কারণ, তার আগেই হার্দিক পাণ্ডিয়ার বলে ‘গোল্ডেন ডাক’ সাজঘরে ফিরে গেলেন তিনি।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে পাকিস্তান। মাত্র একটা বল খেলে পয়েন্টে দাঁড়ানো বুমরাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আয়ুব। স্কোর বোর্ডে তখন মাত্র ১ রান। এর ফলে তিনি ছুঁয়েছেন বাবর আজমকেও।

এর আগে টানা দু’টো ম্যাচে শূন্যে আউট হওয়ার রেকর্ড ছিল বাবর আজমের নামে। এবার সেই লজ্জার রেকর্ডবুকে নাম তুলে ফেললেন। এশিয়া কাপে (Asia Cup 2025) একেবারেই ছন্দহীন আয়ুব। প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে শূন্য করার পর ভারতের বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। এমন হতশ্রী ব্যাটিংয়ের পর সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার তিনি।

ম্যাচের আগে এহেন আয়ুব সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তাঁরা। কিন্তু ভারতের দাপটের সামনে পাকিস্তানই যেন ভয়ে গুটিয়ে গেল। টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পেল পাক দল। তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৭ উইকেটে জয়ী হয়েছে ভারত। এর পরেই নেটিজেনদের কটাক্ষ, ‘বিশ্বমানের বোলিংয়ের সামনে পা কাঁপলে এভাবে সফল হওয়া যায় না।’ কেউ তাঁকে ‘ঘণ্টে কা প্রিন্স’ বলে কটাক্ষ করেছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ